Chupi Bird Sanctuary: পুরি, দিঘা ঘুরে ক্লান্ত! এবার মিস করা যাবে না শীতে ঘরের কাছে থাকা এই জায়গা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Chupi Bird Sanctuary is getting a new look for tourists: শীতকাল মানেই তো বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া মরসুম। শীতের মরশুম আসলেই প্রথমেই মাথায় আসে বিভিন্ন জায়গায় পিকনিক করা, বন্ধুবান্ধব কিংবা পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানো। আর শীতের সময়তেই পরিযায়ী পাখিরা শীতপ্রধান দেশ থেকে গরমের খোঁজে উড়ে আসে ভারতের মতো ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশগুলিতে। আর সেই কারণে বিভিন্ন পর্যটক ও পক্ষীপ্রেমীরা ঠিক এই সময়ে ভিড় করেন বিভিন্ন পাখিরালয় এবং চিড়িয়াখানায় পরিযায়ী পাখি দেখার উদ্দেশ্যে। তেমনই একটি আদর্শ জায়গা হল পশ্চিম বঙ্গের পূর্ব বর্ধমানের চুপি পাখিরালয় (Chupi Bird Sanctuary)।

Advertisements

পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, সাংসদ সুনীলকুমার মণ্ডল, পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় পরিদর্শন করেছে এই পাখিরালয়। এবার থেকে শুধু শীতকালে নয় সারা বছরই দেখা যাবে বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি। পর্যটকদের জন্য এটি একটি দুর্দান্ত খবর। তারা সারা বছরই চুপি পাখিরালয়ে (Chupi Bird Sanctuary) দেখতে পাবে বিভিন্ন ধরনের পাখি।

Advertisements

সোমবার দুপুরে সেই জায়গা (Chupi Bird Sanctuary) পরিদর্শনে এদের সাথে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা তরফদার, পূর্বস্থলী ২ ব্লকের বিডিও পৌষালী চক্রবর্তী, মহকুমাশাসক শুভম আগরওয়াল-সহ বিশিষ্টজনেরা। শীতের সুন্দর পরিবেশে পরিযায়ী পাখিদের এই মনোরম দৃশ্য দেখতে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আর এখন এই দৃশ্য দেখতে পাওয়া যাবে বছরের বেশিরভাগ সময়।

Advertisements

সংসদ সুনীল কুমার মন্ডল এ বিষয়ে কি বক্তব্য পেশ করেছেন জানেন কি? সংবাদ মাধ্যমের সামনে তিনি মন্তব্য পেশ করেছেন যে, চুপি পাখিরালয়ের (Chupi Bird Sanctuary) মত সুন্দর এই পর্যটন কেন্দ্রকে বৃহদাকার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পর্যটকরা যাতে প্রতিদিন এসেই পাখিরালয় এর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারে তার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে। সেই প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দেওয়া হচ্ছে। পরিকাঠামোর পরিবর্তনের মাধ্যমে এখানকার গোটা পরিস্থিতি বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

পাখিরালয় সম্পর্কে সংসদ আরো বলেন যে, এই পাখিরালয়কে প্রচারের আলোয় নিয়ে আসা হবে। রাস্তার ধারে থাকবে ২টি গেট। এছাড়া রাস্তাটাও উন্নতভাবে তৈরি করা হবে। এখানে স্থায়ীভাবে যাতে পর্যটন গড়ে তোলা যায়, সেই চেষ্টা করা হবে। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। পর্যটক ও পক্ষীপ্রেমীদের আর শীতকালের জন্য অপেক্ষা করতে হবেনা।

Advertisements