Advertisements

নারদ কান্ডের মাঝেই বিজেপি সাংসদ অর্জুন সিংকে তলব করলো CID

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : গত সোমবার থেকে রাজ্য তোলপাড় হয়ে উঠেছে নারদ কান্ড নিয়ে। হঠাৎ বাড়িতে হানা দিয়ে সিবিআইয়ের দল গ্রেপ্তার করে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায় সহ তৃণমূল বিধায়ক মদন মিত্র ও হেভিওয়েট নেতা শোভন চ্যাটার্জিকে। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই নয়া মোড়। নারদ কান্ডের মাঝেই CID তলব করল বিজেপি সাংসদ অর্জুন সিংকে।

Advertisements

সিআইডির একটি টিম বৃহস্পতিবার সন্ধ্যা বেলা বিজেপি সাংসদ অর্জুন সিং-এর জগদ্দলের বাড়িতে যায়। সেখানে তার দেখা না পাওয়া গেলে একটি নোটিশ ধরিয়ে দিয়ে আসা হয় সিআইডির তরফ থেকে। ওই নোটিশে অর্জুন সিংকে আগামী ২৫ মে ভবানী ভবনে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য এই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisements

কিন্তু হঠাৎ কেন এই নোটিশ?

Advertisements

ঘটনা ২০২০ সালের। অভিযোগ, সে সময় ভাটপাড়ার একটি নিকাশি নালা সংস্কার করার সময় আর্থিক দুর্নীতি হয়েছে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি সাংসদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ ওই নিকাশি নালা সংস্কার করার জন্য টেন্ডার ডাকা হলেও টেন্ডার অনুযায়ী তা হস্তান্তরিত না করে অর্জুন সিং ঘনিষ্ঠ এক ব্যক্তিকে সেই কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হয়। ওই নিকাশি নালার সংস্কারের জন্য ৪.৫ কোটি টাকার হিসাব দেখানো হয়েছে। কিন্তু কোন কাজ করা হয়নি। এরই পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে অর্জুন সিংকে।

[aaroporuntag]
সিআইডির তরফ থেকে ওই নোটিশে জানানো হয়েছে, ওই নিকাশি নালা সংস্কার সংক্রান্ত বিভিন্ন তথ্য রয়েছে অর্জুন সিং-এর কাছে। তাই তদন্তের স্বার্থে অর্জুন সিং-এর ভূমিকা খতিয়ে দেখা দরকার।

Advertisements