নিজস্ব প্রতিবেদন : বিড়ি সিগারেটের দাম বছর বছর বেড়ে চলেছে। আর এবার একলাফে অনেকটাই দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। মূলত কেন্দ্রের নতুন কমিটি গঠন ঘিরে তৈরি হয়েছে এই জল্পনা। নতুন করে দাম বাড়ছে এই জল্পনা তৈরি হতেই চিন্তায় পড়েছেন ধূমপায়ীরা।
মঙ্গলবার কেন্দ্রের তরফ থেকে বিড়ি সিগারেট সহ অন্যান্য তামাকজাত দ্রব্যের উপর কর বৃদ্ধি করার ইঙ্গিত দেওয়া হয়েছে। নতুন কর নীতি ঠিক করার জন্য ইতিমধ্যেই একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে মোদি সরকার। সেই কমিটির মতামতের পরিপ্রেক্ষিতেই বিড়ি সিগারেট সহ তামাকজাত দ্রব্যের দাম বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।
যদিও এই দাম এখনই বৃদ্ধি পাবে এমনটা নয়। মনে করা হচ্ছে নতুন গঠন করা বিশেষজ্ঞ কমিটির সুপারিশে আগামী বছর বাজেটে দাম বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে কেন্দ্রের এমন সিদ্ধান্তের খবর সামনে আসতেই ধপাস করে পড়ে যায় আইটিসির মত তামাক প্রস্তুতকারী সংস্থা শেয়ার। এদিন তাদের শেয়ারে ধ্বস নেমেছে ৫ শতাংশ পর্যন্ত।
জানা যাচ্ছে, গত বছর লকডাউনার ধাক্কায় বিড়ি-সিগারেটের বিক্রি কমেছিল। কিন্তু চলতি বছর ফের বেড়েছে বিড়ি-সিগারেটের বিক্রি। ১০ থেকে ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে বিড়ি-সিগারেট বিক্রির পরিমাণ। এই পরিস্থিতিতে আগামী বছর ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বাজেটে বিড়ি-সিগারেট সহ অন্যান্য তামাকজাত দ্রব্যের উপর কর বাড়ানো হতে পারে।
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, শেষ বাজেটে বিড়ি-সিগারেট সহ তামাকজাত দ্রব্যের উপর কর বাড়ানোর কোনো ঘোষণা করেনি কেন্দ্র। আগের বাজেটে ১১ শতাংশ কর বৃদ্ধি করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে আগামী বছর বাজেটে তামাকজাত দ্রব্যের উপর করের পরিমাণ আরও অনেকটাই বৃদ্ধি করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে সিগারেটের তুলনায় বিড়ি আরও বেশি ক্ষতিকর হলেও বিড়ির উপর করের হার অনেক কম। কেন্দ্রের তরফ থেকে গঠন করা এই নতুন কমিটি বিড়ির উপর করের পরিমাণ অনেকটাই বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে তামাকজাত দ্রব্যের উপর কর নিয়ে নতুন করে কমিটি গঠন করার পরিপ্রেক্ষিতে এই কমিটি আগামী দিনে কি সিদ্ধান্ত নেয় তার দিকে তাকিয়ে ওয়াকিবহাল মহল।