নিজস্ব প্রতিবেদন : পৌরসভা ভোটের জন্য সিউড়ি পৌরসভার বাসিন্দারা দীর্ঘদিন ধরেই মুখিয়েছিলেন। অবশেষে এই পৌরসভার ভোট গ্রহণ হয় ২৭ ফেব্রুয়ারি। এই পৌরসভায় এবার ওয়ার্ড বেড়ে হয়েছে ২১টি, আগে যেখানে ওয়ার্ডের সংখ্যা ছিল ১৯টি।
এই সকল ওয়ার্ডের মধ্যে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৬টি ওয়ার্ডের তৃণমূল জয়লাভ করেছিল। বাকি ৫টি ওয়ার্ডের ভোটের ফলাফল হল বুধবার। ভোটের ফলাফল ঘোষণা হতেই লক্ষ্য করা যায় প্রতিটি ওয়ার্ডেই জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থীরা। এই প্রতিটি ওয়ার্ডে তৃণমূল জয় লাভ করার কারণে সিউড়ি পৌরসভা এবার বিরোধী-শূন্য হয়ে পড়ল।
ভোটের ফলাফল
২ নং ওয়ার্ডে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী প্রিয়াঙ্কা রায়। তার প্রাপ্ত ভোট ২১৫১। জয়ের ব্যবধান ১৫৪৬।
৪ নং ওয়ার্ডে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী দেবদাস সাহা। তার প্রাপ্ত ভোট ১৪৭২। জয়ের ব্যবধান ৭৯৮।
১১ নং ওয়ার্ডে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী চন্দ্রানী মুখার্জী। তার প্রাপ্ত ভোট ১০৫৪। জয়ের ব্যবধান ৩৮৪।
১২ নং ওয়ার্ডে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী অশোক চট্টরাজ। তার প্রাপ্ত ভোট ২২৪৫। জয়ের ব্যবধান ৮২৪।
১৯ নং ওয়ার্ডে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ মন্ডল। তার প্রাপ্ত ভোট ১৮২৪। জয়ের ব্যবধান ১৩৫০।
ভোটে জয় লাভের পর এই সকল ওয়ার্ডের কোন প্রার্থী জানিয়েছেন, এলাকার মানুষদের প্রতি তার দায়িত্ব বেড়ে গেল। কেউ আবার জানিয়েছেন মানুষের সবচেয়ে সমস্যা জল, সেই সমস্যার সমাধান আসল লক্ষ্য। আবার কারোর মুখ থেকে উঠে এসেছে তৃণমূলের উন্নয়ন প্রসঙ্গ। পাশাপাশি কেউ কেউ জানিয়েছেন, সিউড়ি পৌরসভায় উন্নয়নের ধারা বজায় থাকবে।