গাড়িতে পুলিশ স্টিকার লাগাতে পারবে না সিভিক ভলেন্টিয়াররা, জারি নির্দেশিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একাধিক ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ উঠতে লক্ষ্য করা যাচ্ছে। আর এবার এই সিভিক ভলেন্টিয়ারদের কড়া নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। কলকাতা জুড়ে যে সকল সিভিক ভলেন্টিয়াররা কাজ করেন তারা আর তাদের গাড়িতে পুলিশ স্টিকার লাগাতে পারবেন না। লালবাজারের তরফ থেকে এদিন এই কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।

Advertisements

Advertisements

মূলত সম্প্রতি রাজ্যের একাধিক জায়গায় ভুয়ো পরিচয় দিয়ে একাধিক মানুষকে নিজেদের ক্ষমতার অপপ্রয়োগ করতে দেখা যাচ্ছে। এমনকি দিন কয়েক আগে বাঁশদ্রোণীতে পুলিশের ভুয়ো গাড়ি ধরা পড়ে। তারপরেই নড়েচড়ে বসে লালবাজার। অন্যদিকে অনেক সিভিক ভলেন্টিয়ার আছেন যারা মোটর সাইকেলে পুলিশ স্টিকার লাগান। এবার তাদের জন্য এই পুলিশ স্টিকার লাগানোর ক্ষেত্রেও বিধিনিষেধ জারি করা হলো।

Advertisements

আসলে ঘটনার সূত্রপাত, বাঁশদ্রোণীর ওই দুর্ঘটনার পর থেকে। পুলিশ সূত্রে খবর, গত ২৫ আগস্ট ওই এলাকায় পুলিশের স্টিকার লাগানো একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে মন্দিরে ঢুকে যায়। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই পুলিশের স্টিকার লাগানো গাড়িটি পুলিশের নয়। পাশাপাশি সামনে আসে গাড়ির আসল মালিকের নাম। জানা যায় গাড়িটি একজন সিভিক ভলেন্টিয়ারের।

জানা গিয়েছে, এই গাড়িটির মালিক যিনি তিনি হলেন দেবাশীষ ভট্টাচার্য্য। এই ঘটনার তদন্তে নেমে জানা যায় সিভিক ভলেন্টিয়ারের এই গাড়িটি পুলিশ স্টিকার লাগিয়ে শহর চষে বেড়াতো। এরপরেই পুলিশের তরফ থেকে তেমন কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়। লালবাজারের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, কোন সিভিক ভলেন্টিয়ার তার চারচাকা হোক অথবা মোটরসাইকেল কোনভাবেই পুলিশ স্টিকার লাগাতে পারবেন না। এই মর্মে প্রতিটি থানায় নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে এবং কোন ব্যক্তি এই নির্দেশিকার বিরুদ্ধে কাজ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

Advertisements