Civic Volunteers Retirement Benefits: সিভিক ভলেন্টিয়ারদের ৫ লক্ষ টাকা করে দেবে রাজ্য, বিজ্ঞপ্তি জারি নবান্নের

Madhab Das

Published on:

Advertisements

কলকাতা: রাজ্য পুলিশের সাহায্যকারী হিসাবে যেসকল পদ রাজ্য সরকার তৈরি করেছে তার মধ্যে অন্যতম হলো সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer)। এছাড়াও ভিলেজ পুলিশ থেকে শুরু করে রয়েছে আরও বেশ কিছু পদ। আর এই সকল পদের জন্য রাজ্য সরকার মাঝে মাঝেই সুখবর দিয়ে থাকে। মূলত বেতন বৃদ্ধি থেকে শুরু করে অন্যান্য ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এমন সুখবর দেওয়া হয়। ঠিক সেই রকমই এবার সিভিক ভলেন্টিয়ারদের ৫ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করলো নবান্ন।

Advertisements

রাজ্য সরকারের তরফ থেকে যে টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে সেই টাকা সিভিক ভলেন্টিয়ারদের পাশাপাশি পাবে ভিলেজ পুলিশরাও। সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশদের এমন টাকা দেওয়া হবে তাদের অবসরকালীন ভাতা (Civic Volunteers Retirement Benefits) হিসাবে। রাজ্য সরকারের তরফ থেকে এই ঘোষণা রীতিমতো মুখে হাসি ফুটিয়েছে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে ভিলেজ পুলিশদের।

Advertisements

দিন কয়েক আগেই রাজ্য সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের দুর্গাপুজোর অ্যাড হক বোনাস বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছিল। যে ঘোষণায় অ্যাড হক বোনাস ৫৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার টাকা করার ঘোষণা করা হয়। সিভিক ভলেন্টিয়ারদের পাশাপাশি ভিলেজ পুলিশদেরও অ্যাড হক বোনাস বৃদ্ধি করা হয়েছে। আর এবার অবসরকালীন ভাতা বৃদ্ধির ঘোষণা করা হলো।

Advertisements

আরও পড়ুন : WB Job News: পুলিশ থেকে দমকলে ৬৭৩ শূন্যপদ, চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিল রাজ্য

সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশদের জন্য ২০২০ সালে অবসরকালীন ভাতা ঘোষণা করা হয়েছিল। ৬০ বছর পর্যন্ত চাকরি করার পর তারা যখন অবসর নেবেন তখন তাদের এককালীন ৩ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য সরকার। আর এবার সেই টাকার পরিমাণ বৃদ্ধি করে ৫ লক্ষ টাকা করা হলো। রাজ্য সরকারের এমন ঘোষণার ফলে উপকৃত হবেন রাজ্যের হাজার হাজার সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশরা।

চলতি বছর রাজ্যের অন্তর্বর্তী বাজেট থেকেই রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য রাজ্য সরকার একের পর এক সুবিধা প্রদানের ঘোষণা করতে শুরু করে। সিভিক ভলেন্টিয়ারদের পাশাপাশি একই রকম ঘোষণা করা হয় ভিলেজ পুলিশ এবং অন্যান্যদের জন্য। আর এবার পুজোর আগে রাজ্য সরকার সেই সকল ঘোষণাকে বাস্তবায়িত করার উদ্যোগ নিতে শুরু করেছে। বেতন বৃদ্ধি, ভাতা বৃদ্ধি ছাড়াও সিভিক ভলেন্টিয়ারদের পুলিশে চাকরির জন্য ২০ শতাংশ সংরক্ষণও করা হয়েছে।

Advertisements