Civic Volunteers Guidelines: সিভিক ভলেন্টিয়ারদের জন্য জারি হল আরও কড়া নির্দেশিকা, এবার নজরে গাড়ি মোটরবাইক

Shyamali Das

Published on:

Advertisements

কলকাতা: রাজ্যে পুলিশের সাহায্যকারী হিসেবে সিভিক ভলেন্টিয়াররা (Civic Volunteers) দীর্ঘদিন ধরেই কাজ করে আসছেন। তবে তাদের কাজের পরিমণ্ডল কতটুকু তা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন তুলতে দেখা যায় বিভিন্ন মহলকে। তাদের পরিমণ্ডলের বাইরেও তাদের অনেক কাজ করতে দেখা যায় এবং যেগুলি আইনবিরুদ্ধ বলেই গণ্য হয়ে থাকে। এসবের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় মামলা হয়েছে আদালতে, বিভিন্ন সময় তাদের কাজের পরিধি নিয়ে জারি হয়েছে নির্দেশিকা। ঠিক সেই রকমই এবার সিভিক ভলেন্টিয়ারদের মোটর বাইক ও গাড়ি নিয়ে কড়া নির্দেশিকা (Civic Volunteers Guidelines) জারি করল লালবাজার।

Advertisements

সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে গত কয়েক বছর ধরেই আদালত এবং সরকার একের পর এক নির্দেশিকা জারি করলেও তা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই অমান্য করতে দেখা গিয়েছে বলে অভিযোগ। এরই মধ্যে আরজি কর কান্ড এবং গত কয়েকদিন ধরে রাজ্যে ঘটে যাওয়া একের পর এক ঘটনার সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে নানান প্রশ্ন তুলতে শুরু করেছে। এসবের পরিপ্রেক্ষিতে এবার লালবাজার নতুন করে নির্দেশিকা জারি করল।

Advertisements

রাজ্যজুড়ে সিভিক ভলেন্টিয়ারদের বহু সিভিক ভলেন্টিয়ারকে দেখা গিয়েছে যারা পুলিশ স্টিকার লাগানো মোটরবাইক অথবা গাড়ি ব্যবহার করে থাকেন। কিন্তু এমনটা একেবারেই আইনবিরুদ্ধ। এরই পরিপ্রেক্ষিতে লালবাজার এবার নতুন করে নির্দেশিকা জারি করে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কলকাতা পুলিশের কোন সিভিক ভলেন্টিয়ার পুলিশের মোটরবাইক ব্যবহার করতে পারবেন না ডিউটি করার সময়।

Advertisements

আরও পড়ুন : Ration: পুজোর আগে সেপ্টেম্বরে কোন রেশন কার্ডে কত পরিমাণ মিলবে খাদ্য সামগ্রী, তালিকা দিল খাদ্য দপ্তর

কেবলমাত্র পুলিশের মোটরবাইক ব্যবহার করতে পারবেন না এমন নয়, এর পাশাপাশি ওই নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, কোন সিভিক ভলেন্টিয়ার তাদের নিজস্ব মোটরবাইক অথবা গাড়িতে পুলিশ স্টিকার লাগাতেও পারবেন না। লালবাজারে তরফ থেকে মৌখিকভাবে এমনটাই সমস্ত থানাকে জানানো হয়েছে। আর এই নির্দেশিকার ফলে এবার পুলিশের মোটরবাইক নিয়ে সিভিক ভলেন্টিয়ারদের ঘোরা আপাতত বন্ধ হবে বলেই আশা করা হচ্ছে।

সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে কেবলমাত্র পুলিশের মোটরবাইক ব্যবহার করার অভিযোগ রয়েছে এমন নয়, এর পাশাপাশি আরও অনেক বড় বড় অভিযোগও রয়েছে। যেমন পুলিশের যে কাজ করা দরকার সেই কাজে একজন সিভিক ভলেন্টিয়ার কোনভাবেই হস্তক্ষেপ করতে পারেন না। কিন্তু তাও করতে দেখা যায়। এই ধরনের কাজ ঠেকানোর জন্য দিন কয়েক আগেই এক দফা নির্দেশিকা জারি করেছিল লালবাজার। আর এবার মৌখিকভাবে হলেও মোটরবাইক ও গাড়ি ব্যবহার নিয়ে জারি হল নতুন নির্দেশিকা।

Advertisements