ইসরো কি জানে, দুর্গাপুরেও ঘুরে বেড়াচ্ছে চন্দ্রযান-৩ এর রোভার প্রজ্ঞান!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : তিন তিন বারের প্রচেষ্টায় ভারতীয় মহাকাশ গবেষণাগার ইসরো (ISRO) চন্দ্রাভিযানে সফলতা অর্জন করেছে। চন্দ্রযান ৩ (Chandrayaan 3) এর ল্যান্ডার বিক্রম বুধবার সন্ধ্যাবেলায় সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করে এই সফলতা এনে দিয়েছে। শুধু সফলতা নয়, পাশাপাশি বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে বিক্রম। এছাড়াও ভারত বিশ্বের চতুর্থ দেশ হিসাবে চাঁদের মাটিতে মহাকাশযান অবতরণ করতে সক্ষম হল।

Advertisements

চন্দ্রযান ৩ এর ল্যান্ডার বিক্রম সফলভাবে চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করার পর তার বুক চিরে বেরিয়ে এসেছে রোভার প্রজ্ঞান (Rover Pragyan)। ইতিমধ্যেই প্রজ্ঞান চাঁদের মাটিতে ঘুরে বেড়াচ্ছে আর সেখান থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করার পাশাপাশি চাঁদের দক্ষিণ মেরুর বিভিন্ন প্রান্তের ছবি তুলে পাঠাচ্ছে ইসরোর গ্রাউন্ড হাউসে। তবে জানেন কি এইরকমই একটি রোভার প্রজ্ঞান ঘুরে বেড়াচ্ছে পশ্চিম বর্ধমানের (West Burdwan) দুর্গাপুরে (Durgapur)!

Advertisements

দুর্গাপুরের মাটিতে প্রজ্ঞান ঘুরে বেড়াচ্ছে বিষয়টি সবাইকে অবাক করে দিচ্ছে তাইতো! অবাক করা বিষয় হলেও কিন্তু এমনটা সত্যি। তবে সেই প্রজ্ঞান ইসরোর নয়, বরং দুর্গাপুরের কয়েকজন যুবকের একত্রিত প্রয়াসে ইসরোর প্রজ্ঞানের ক্লোন তৈরি করা হয়েছে। আর ওই যুবকদের এমন প্রয়াস এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। এর আগেও এই যুবকরা একইভাবে ভাইরাল হয়েছিলেন চন্দ্রযান ৩ উৎক্ষেপণের পর তার ক্লোন তৈরি করে এবং আকাশে উড়িয়ে।

Advertisements

আগের মতই এবার প্রজ্ঞানের ক্লোন তৈরি করে নজির সৃষ্টি করা ওই যুবকরা হলেন দুর্গাপুরের দুবচুরিয়া এলাকার বাসিন্দা। এই কর্মকাণ্ডের মূল কান্ডারী হলেন ছোটন ঘোষ ওরফে মনু। ওই যুবক তার সঙ্গী সাথীদের নিয়ে তৈরি প্রজ্ঞানের ক্লোন এখন এলাকার বাসিন্দাদের চালিয়ে দেখাচ্ছেন। এটি তৈরি করা হয়েছে অবিকল ইসরোর প্রজ্ঞানের মতই। ছোটনের প্রজ্ঞান আকারে একেবারেই ছোট, তবে এটি চাঁদের মত এবড়ো খেবড়ো মাটিতে অনায়াসে চলাচল করতে সক্ষম।

এটিতে ব্যবহার করা হয়েছে ১২ ভোল্টের ডিসি ব্যাটারি, ৩৬০ ডিগ্রী ক্যামেরা, সোলার প্যানেল, অত্যাধুনিক লাইট। আর সঙ্গে সঙ্গে এই রোভারে শোভা পাচ্ছে ভারতের জাতীয় পতাকা। আর এই রোভারের ক্লোন এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঠিক যেমন আগেরবার চন্দ্রযান ৩ এর ক্লোন ভাইরাল হয়েছিল।

Advertisements