MLA Viral Video: ‘MLA বলে যা খুশি তাই’, ট্রেনে উঠে তৃণমূল বিধায়কের কীর্তিতে সবক শেখালেন সাধারণ যাত্রীরা

Madhab Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ ট্রেন সফর করার জন্যই। তবে ট্রেনের সফর করার জন্য যাত্রীদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। আর সেই সাধারণ যাত্রীদের তালিকায় পড়ে থাকেন বিধায়ক থেকে শুরু করে অন্যান্য জনপ্রতিনিধিরাও। যদিও তারা একটু বেশি সুবিধা পান ট্রেনের টিকিট বুকিং থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু তাই বলে ‘MLA বলে যা খুশি তাই’ করবেন এমনটা তো হতে পারে না। আর এরই পরিপ্রেক্ষিতে এক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন সাধারণ যাত্রীরা।

Advertisements

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল একটি ভিডিও (MLA Viral Video) আপলোড করেছেন। যে ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলাএক্সপি। তবে ওই ভিডিওতে দেখা যাচ্ছে টিটিই থেকে শুরু করে সাধারণ যাত্রীদের এক ব্যক্তিকে সবক শেখাতে। ওই ব্যক্তি অন্য কেউ নন, উনি আসলে একজন তৃণমূল বিধায়ক। যার কথা বলা হচ্ছে তিনি হলেন নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মন্ডল। টিকিট নিয়ে তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মন্ডলের সঙ্গে বচসা বাঁধতে দেখা যায় টিটিই এবং সাধারণ যাত্রীদের।

Advertisements

তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মন্ডলের বিরুদ্ধে অভিযোগ, সদ্য তিনি খাগড়াঘাট স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসে। তিনি ছাড়াও তার সঙ্গে ছিলেন আরও দুজন। সঙ্গে থাকা দুজনের মধ্যে একজনের টিকিট তার নামে ছিল না। অর্থাৎ তৃণমূল বিধায়কের একসঙ্গে টিকিট ছিল অন্য কারো নামে আর সেই অন্য কারো নামে থাকা টিকিটে তিনি সফর করছিলেন।

Advertisements

আরও পড়ুন : Train Ticket Booking: সহজ হয়ে গেল ট্রেনের টিকিট বুকিং, এবার কথা বলে হয়ে যাবে আসল কাজ

মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসের সংরক্ষিত একটি কামরায় সফর করার সময় টিটিই কামরায় এলে টিকিট দেখতে চান। এক্ষেত্রে বিধায়ক নিজের টিকিট দেখালেও তার পাশে বসে থাকা মহিলার নিজের টিকিট না থাকায় বিধায়ক জানান, তার স্ত্রীর নামে টিকিট বুক করা রয়েছে কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ায় তার বদলে ওই মহিলা সফর করছেন। এরপরই বিধায়কের সঙ্গে টিটিইর বচসা শুরু হয়। বচসার মাত্রা একটু বাড়তেই ট্রেনের সাধারণ যাত্রীরাও সরব হন এবং বিধায়কের সঙ্গে তর্কে জড়ান।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দীর্ঘক্ষণ ধরে বচসা চলার পাশাপাশি বেশ কয়েকজন যাত্রীকে বলতেও শোনা যায়, ‘আপনি MLA বলে কি যা খুশি তাই করবেন?’ যাত্রী, টিটিই এবং বিধায়কের মধ্যে এমন বচসা বেশ জোরদার আকার নিতে শুরু করে। বিধায়ক হুঁশিয়ারি দেন, প্রয়োজন পড়লে আদালতে যান। বিষয়টি নিয়ে বেশ কিছুক্ষণ বচসা চলার পর অবশ্য শেষমেষ শান্তি ফিরে ওই ট্রেনে।

Advertisements