নিজস্ব প্রতিবেদন : ভারতবর্ষকে ডিজিটাল করার লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমত অবস্থায় ভোটার কার্ড থেকে শুরু করে রেশন কার্ড সবকিছুই স্মার্ট কার্ডে পরিণত করার পদক্ষেপ চলছে। রেশন কার্ডকে ডিজিটাল করার পথে রাজ্য সরকারের তরফ থেকেও একের পর এক শিবির করা হয়। কিন্তু আয়োজিত হওয়া বিশেষ সেই শিবিরের সময়সীমা ১৫ ই ডিসেম্বর শেষ হয়েছে। এখন প্রশ্ন, শিবির বন্ধ হওয়ার পর গ্রাহকরা কিভাবে নতুন ডিজিটাল কার্ডের জন্য আবেদন করতে পারবেন?
১৫ ই ডিসেম্বর বিশেষ শিবির বন্ধ হয়ে যাওয়ার পর নতুন করে ডিজিটাল রেশন কার্ডের আবেদনের জন্য শিবিরের ঘোষণা এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে করা হয়নি। তবুও বিশেষ শিবির শেষ হবার পরেও নাগরিকরা ভর্তুকিহীন ডিজিটাল রেশন কার্ড অথবা নতুন ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছে রাজ্য খাদ্য দপ্তর। অর্থাৎ অনলাইনে আবেদনের জন্য রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল তা এখনো চলবে বলে জানা গিয়েছে।
পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, অনলাইনে প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য গ্রাহককে খাদ্য দপ্তরের ওয়েবসাইট www.wbpds.gov.in -এ লগইন করতে হবে। সেখানে রয়েছে ‘Click here to apply online for Non-Subsidised Ration Card
or Conversion to Non-Subsidised Ration Card’ অপশন। এই অপশনে ক্লিক করে চলে যান পরবর্তী পর্যায়ে। যেখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে সক্রিয় রয়েছে এমন। নাম্বার দেওয়ার পর ‘GET OTP’ অপশনে ক্লিক করলে আপনার মোবাইলে চলে আসবে একটি ওটিপি, যেটি নিদির্ষ্ট স্থানে দিয়ে ‘VALIDATE’ অপশনে ক্লিক করুন।
এগুলি হয়ে যাওয়ার পর আপনি পরবর্তী যে পর্যায়ে যাবেন সেখানে দেখতে পাবেন, রয়েছে দুটি অপশন। ১) ‘Existing Digital Ration Card Holder (AAY, PHH, SPHH, RKSY-I, RKSY-II Card)’ আর ২) ‘New Applicant (Don’t Have Any Digital Ration Card)’। আপনি যেটির আওতায় পড়ছে সেটি বেছে নিলেই পেয়ে যাবেন অনলাইনের ফর্ম। যেটি সঠিকভাবে ফিলাপ করে ‘Display’ করে দেখে নিন সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপর প্রয়োজনীয় নথি দিয়ে ‘Submit’ করে দিন।
সমস্ত কিছু ঠিক থাকলে আবেদনপত্র জমা পড়ার ৩০ দিনের মধ্যে ডিজিটাল রেশন কার্ড হাতে পেয়ে যাবেন। এই কার্ডে নাম, ঠিকানা ছাড়াও জন্ম তারিখও উল্লেখ থাকবে।