Quantity তে নয়, Quality তে পুজোর সপ্তাহ খানেক আগেই পোশাক হাতে ওরা

নিজস্ব প্রতিবেদন : বাঙ্গালীদের দুর্গাপুজো মানে আলাদা অনুভূতি, রঙ-চঙে জামা পড়ে বন্ধুবান্ধব পরিবারের সাথে ঘুরে বেড়ানো, আড্ডা, হৈ-হুল্লোড়। এই হৈ-হুল্লোড়ে সমাজের সমস্ত স্তরের মানুষেরা তাদের সামর্থ মত নিজের নিজের মতো করে দিনগুলোকে উপভোগ করেন। তা সত্ত্বেও আর্থিক অনটনে পিছিয়ে পড়া বেশকিছু ছোট্ট শিশুরা পুজো প্রতিযোগিতায় নিজেদের হারিয়ে ফেলে।

আমরা যখন হৈ-হুল্লোড়ে মতো থাকি তখনই তাদের দেখা যায় আনন্দে মাতোয়ারা মানুষদের সামনে হাত পাততে। তবে এই সকল দুঃস্থ শিশুদের কথা কেউ ভাবে। তাইতো এরকম বেশ কয়েকজন যুবকের উদ্যোগে পুজো শুরু হওয়ার সপ্তাহ খানেক আগেই হাতে পেল নতুন জামা-কাপড়, তাও আবার বেশ উন্নত মানের।

সিউড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থা আজ সিউড়ির বারুইপুর শিশু শিক্ষা কেন্দ্রে বেশ কয়েকজন আর্থিকভাবে পিছিয়ে পড়া ছোট্ট ছোট্ট শিশুদের হাতে তুলে দিলো নতুন জামা-কাপড়।

স্বেচ্ছাসেবী ওই সংস্থার অন্যতম সদস্য প্রিয়নীল পাল জানান, “পুজোর সময়ে বস্ত্র বিতরণ মানে শুধুই সয়ে সয়ে মানুষ জড়ো করে একটা যেকোনো কিছু পোশাক দিয়ে দেওয়া নয়। আমরা উপহার এই তত্ত্বে বিশ্বাসী Quantity তে নয়, আমরা quality তে। তাই শহরের নামী দামী শপিং মল থেকে ব্র্যান্ডেড পোশাক ক্রয় করে সরাসরি তুলে দিলাম গ্রামের ছোটো ছোটো শিশুদের হাতে। আমরা চাই ভেদাভেদ মুছে দিতে। তাই সেই চিন্তা থেকেই এই কাজ আমাদের। কারণ আমরা নিজেরা শপিং মল থেকে পোশাক পড়ব আর ওদের কম দামি নিম্ন মানের পোশাক দেবো! শুধু ওরা আর্থিক ভাবে পিছিয়ে থাকা শিশু বলে তা কখনো হয় না, তাই সুস্থ সমাজের একটা শিশু যেমন পোশাক পরে সেইরকম নামী দামী পোশাকই আমরা তুলে দিলাম এই আর্থিক ভাবে পিছিয়ে থাকা শিশুদের হাতে।”