রাজ্য সরকারি কর্মচারীদের বোনাস ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন : দেশ ও রাজ্যে করোনা পরিস্থিতিতে ধুঁকছে অর্থনীতি। দিনের পর দিন লকডাউন চলার কারণে বেহাল হচ্ছে আর্থিক পরিস্থিতি। তবে এসবের মাঝেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বোনাস ঘোষণা করলেন। বুধবার নবান্নে করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠকের সময় এই ঘোষণা করেন।

করোনা পরিস্থিতির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে জানান, করোনাভাইরাসের জেরে চলছে লকডাউন। এই লকডাউনের কারণে রাজ্যের আর্থিক পরিস্থিতি খারাপ। তবে তা সত্বেও এখনো রাজ্য সরকারি কর্মচারীরা ঠিক সময়ে বেতন পাচ্ছেন। এরপরেই তিনি জানান ২০২০-২১ অর্থবর্ষে রাজ্য সরকারি কর্মচারীদের ৪২০০ টাকা বোনাস দেওয়া হবে। বোনাস দেওয়ার জন্য সরকারের ৪০০ কোটি টাকা খরচ হবে।

তবে শুধু বোনাস ঘোষণায় নয়, পাশাপাশি বোনাস পাওয়ার ক্ষেত্রে উর্ধ্বসীমা বাড়ানোর কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বোনাস পাওয়ার ক্ষেত্রে এবছর উর্ধ্বসীমা ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে ৩৪ হাজার ২৫০ টাকা। অর্থাৎ রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী যে সকল রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন ৩৪ হাজার ২৫০ টাকা পর্যন্ত তারা এই বোনাস পাওয়ার সুযোগ পাবেন। আর এই উর্ধ্বসীমা বৃদ্ধি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, এর ফলে রাজ্যের ১০ লক্ষ মানুষ উপকৃত হবেন।

এছাড়াও মুখ্যমন্ত্রী জানান, যারা বোনাস পাবেন না অর্থাৎ যাদের বেতন ৩৪ হাজার ২৫০ টাকার বেশি বেতন তারা অগ্রিম পাবেন। ৩৪ হাজার ২৫০ টাকা থেকে ৪১ হাজার টাকা পর্যন্ত যাদের বেতন তারা ১০০০০ টাকা করে অগ্রিম পাবেন। পরে এই টাকা বেতন থেকে কেটে নেওয়া হবে।

ঈদের সময় মুসলিম সরকারি কর্মচারীরা এই বোনাস ও অগ্রিম পাবেন। আর পরে দুর্গাপূজার সময় হিন্দু সরকারি কর্মচারীরা একইভাবে বোনাস ও অগ্রিমের সুবিধা পাবেন। এই বোনাস পেনশনভোগীরাও পাবেন। অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী যাদের পেনশন ২৯ হাজার ৭০০ টাকা পর্যন্ত, তারা ২২০০ টাকা করে বোনাস পাবেন। পেনশনভোগীদের ক্ষেত্রে বোনাস পাওয়ার উর্ধ্বসীমা ২৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৯ হাজার ৭০০ টাকা করা হয়েছে।