‘জাতীয় শিক্ষানীতি মানি না’, স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের তরফ থেকে লাগু করা জাতীয় শিক্ষানীতি নিয়ে প্রথম থেকেই বিরোধিতা করতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে। এই শিক্ষা নীতি নিয়ে কেন্দ্র সরকারের সাথে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বৈঠকের পরেও পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, এখনই পশ্চিমবঙ্গের নতুন শিক্ষানীতি লাগু হবে না। তিনি ধীরে চলো নীতির পক্ষে সওয়াল করেছিলেন। আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি জাতীয় শিক্ষানীতি মানেন না।

Advertisements

Advertisements

সোমবার রাজ্যের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী এই জাতীয় শিক্ষানীতি নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হন। এ প্রসঙ্গে নবান্ন থেকে তিনি বলেন, “নতুন শিক্ষানীতিতে নাকি মেধাতালিকা থাকবে না। সব যদি তুলে দেওয়া হয়, মেধাতালিকা যদি না থাকে তাহলে গৌরব এবং গরিমাও থাকবে না।”

Advertisements

এর পরেই কেন্দ্র সরকারের এমন পদক্ষেপের বিরুদ্ধে তিনি সরব বলেন, “কেন্দ্র সরকার ছাত্র-ছাত্রীদের নিয়ে গৌরব করার জায়গাটাই বন্ধ করে দিচ্ছে। আমরা এই শিক্ষানীতি মানি না। আমরা কেন্দ্রকে চিঠি লিখছি।”

এদিন ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেওয়ার এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেন যে, রাজ্যে আরও দুটি বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে। যে বিশ্ববিদ্যালয়গুলির একটির নামকরণ করা হবে ‘জয় হিন্দ বিশ্ববিদ্যালয়’ নামে এবং অন্যটির নাম করা হবে ‘বাবাসাহেব আম্বেদকর’-এর নামে। এর পাশাপাশি তিনি কৃতি ছাত্র-ছাত্রীদের আশ্বাস দেন, পড়াশোনার ক্ষেত্রে আর্থিক ভাবে কোন বাধা এলে রাজ্য সরকার সবসময় ওই সকল পড়ুয়াদের পাশে থাকবে।

Advertisements