বিরসা মুন্ডা ও পঞ্চানন বর্মার পর মধুকৃষ্ণ ত্রয়োদশীতে ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নভেম্বর মাসে বাঁকুড়া সফরকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে দুটি নতুন সরকারি ছুটির ঘোষণা করেছিলেন। একটি ছিল বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি এবং অন্যটি ছিল পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি। আর এসব ছাড়াও বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি নতুন সরকারি ছুটির ঘোষণা করলেন।

Advertisements

Advertisements

বিগত লোকসভা নির্বাচনে বনগাঁয় ভালো ফলাফল করতে পারেনি রাজ্যের শাসক দল তৃণমূল। যে কারণে এই জায়গায় বিশেষ নজর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। যে কারণে একুশে বিধানসভা নির্বাচনের আগে বুধবার বনগাঁর ঠাকুরনগরে একটি জনসভা সেরে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখানে মতুয়া ভোটের দিকে নজর রেখে এদিন একাধিক ঘোষণা শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখ থেকে।

Advertisements

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই বলেন, “বড়মা, শ্রী হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের আশ্রমে আমি বহুবার এসেছি। অনেকেই জানেন না ৩০ বছর ধরে বড়মার চিকিৎসা আমিই করিয়েছি। মতুয়াদের এত লোকজন আছে কেউ জানতোই না। আমার কাছে এটা কোনো নতুন জায়গা নয়।”

পাশাপাশি তিনি বলেন, “মতুয়াদের ডেভেলপমেন্টের জন্য মাতুয়া ডেভেলপমেন্ট কমিটি তৈরি করেছি। যেখানে ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আপনারা নিজেরা বসে কমিটি ঠিক করে নিন।”

এর পরেই তিনি বলেন, “মধুকৃষ্ণ ত্রয়োদশীতে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি। তবে এর কোন নির্দিষ্ট দিন নেই। বাংলা মতে ইংরেজি মতেও নেই। যেদিন মেলা হয় সেদিনই ওই তিথি। আপনারা আমাকে ৬ মাস আগে জানিয়ে দেবেন, মধুকৃষ্ণ ত্রয়োদশীতে রাজ্য সরকার ছুটি ঘোষণা করবে।”

Advertisements