দুর্গা পুজোয় ৫০ হাজার টাকা অনুদানের সাথে ছাড় বিদ্যুৎ বিলে, দুর্দান্ত ঘোষণা মুখ্যমন্ত্রীর

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমান করোনা পরিস্থিতিতে রাজ্য সরকারের ভাঁড়ারের অবস্থা মা ভবানী হলেও লক্ষ্মী বারে বৃহস্পতিবার পুজো কমিটিগুলির লটারি লাগার মত অবস্থা। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠকে দুর্গা পুজো কমিটিগুলির জন্য দুর্দান্ত ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এবছর পুজো কমিটিগুলি ৫০ হাজার টাকা করে অনুদান পাবে।

Advertisements

Advertisements

মুখ্যমন্ত্রী এদিন তার বক্তব্য রাখার সময় জানান, “আমাদের টাকা পয়সা নেই সেটা ঠিক। তবে এটাও জানি যে পুজো কমিটিগুলিও খুব অসুবিধার মধ্যে রয়েছে। তাই এবার রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটি পুজো কমিটিকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। এটা দান নয়, এটা ভালোবাসা।”

Advertisements

তবে শুধু ৫০ হাজার টাকার অনুদানেই শেষ নয়, এর পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন পুজো কমিটিগুলির জন্য আরও কতকগুলি ঘোষণা করেন। আর এই সকল ঘোষণায় করোনাকালে কপাল ফিরছে পুজো কমিটিগুলির। উপরি বোনাস হিসাবে পুজো কমিটিগুলি পাচ্ছে বিনামূল্যে দমকলের অনুমতি, বিনামূল্যে পৌরসভার অনুমতি, এমনকি বিদ্যুৎ পরিষদের ক্ষেত্রেও ৫০% ছাড়। এই ৫০% ছাড় পাওয়া যাবে সিইএসসি এবং রাজ্য বিদ্যুৎ নিগমের ক্ষেত্রেও।

প্রসঙ্গত, তৃণমূল সরকার রাজ্যের শাসনে এসে দুর্গাপুজোয় পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া শুরু করে। প্রথমদিকে ১০,০০০ টাকা করে অনুদান দেওয়া হলেও পরবর্তীকালে ২০১৮ সালে সেই অনুদান বাড়িয়ে করা হয় ২৫ হাজার টাকা। আর এবছর সেই অনুদান করা হলো ৫০ হাজার টাকা। এর পাশাপাশি চলতি বছর কোনরকম ফি ছাড়াই মিলবে দমকল ও পৌরসভার অনুমতি। পাশাপাশি বিদ্যুতের বিলে মিলবে ৫০% ছাড়।

Advertisements