সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর, মিলবে পদোন্নতি, দারুণ ঘোষনা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের ক্ষমতায় তৃণমূল আসার পর সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ সহ একাধিক পদ তৈরি হয়। যে সকল পদে রাজ্যের প্রচুর বেকার যুবক-যুবতীরা চাকরি করার সুযোগ পায়। এবার সিভিক ভলেন্টিয়াররা (Civic Volunteers) পদোন্নতির সুযোগ পেতে পারেন এমনই ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

সোমবার নবান্নে (Nabanna) বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কর্তাদের এমনই ইঙ্গিত দিয়েছেন বলে জানা যাচ্ছে। মূলত সামনেই পঞ্চায়েত নির্বাচন রয়েছে আর সেই নির্বাচনকে ঘিরে প্রতিটি জেলায় নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে নিজেদের ক্ষমতা বজায় রাখার জন্যই এমন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে বিশেষজ্ঞ মহলের মতামত।

এদিন নবান্নে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কর্তাদের ইঙ্গিত দেন, সিভিক ভলেন্টিয়াররা ভালো কাজ করলে তাদের কনস্টেবল হিসাবে স্থায়ী চাকরি দেওয়া যায় কিনা সেই বিষয়টি খতিয়ে দেখতে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে এমন নির্দেশ তিনি দিয়েছেন।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই রয়েছে স্বরাষ্ট্র দপ্তর। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিকল্পনা গ্রহণ করছেন সেই পরিকল্পনা খুব সহজেই বাস্তবায়িত হতে পারে বলে আশা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিকল্পনা খতিয়ে দেখবেন তারই হাতে থাকা দপ্তরের অফিসাররা।

এই প্রসঙ্গে আরও একটি বিষয় না বললে নয়, সেটি হল, একুশের বিধানসভা নির্বাচনের আগে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের খোঁচা দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, সিভিক ভলেন্টিয়ারদের বিয়ের জন্য পাত্রী খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। কারণ তাদের বেতন অনেক কম। বিজেপি সরকারে এলে তাদের বেতন দ্বিগুণ করে দেবে। যদিও বিজেপি সরকারে আসেনি আর সিভিক ভলেন্টিয়ারদের বেতনও দ্বিগুণ হয়নি।

সূত্র মারফত জানা যাচ্ছে, বহু কনস্টেবল পদোন্নতি পেয়ে অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর হয়ে যাচ্ছেন। সেই সকল কনস্টেবল পদ এবার শূন্য পদে পরিণত হবে। এক্ষেত্রে ভালো কাজ করেন এমন সিভিক ভলেন্টিয়ারদের চিহ্নিত করার কাজ করবেন জেলা পুলিশ সুপাররা আর তারপরেই পদোন্নতি হবে।