খুলছে সিনেমা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশে করোনা প্রকোপ ছড়িয়ে করার পর থেকেই জারি হয় লকডাউন। আর এই লকডাউন জারি হওয়ার পর বন্ধ হয়ে যায় দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মত সিনেমা হল, যাত্রা, মঞ্চে সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, ম্যাজিক প্রদর্শনের মত অনুষ্ঠানগুলি। আনলক পর্যায়ে বেশিরভাগ ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও এযাবত এই সকল ক্ষেত্রে ছাড় মেলেনি। তবে এবার এই সকল ক্ষেত্রে সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী।

Advertisements

Advertisements

শনিবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, “আগামী ১লা অক্টোবর থেকে খোলা যাবে সিনেমা হল। মঞ্চে অনুষ্ঠিত করা যাবে নৃত্যানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান এবং ম্যাজিক প্রদর্শনের মতো অনুষ্ঠানগুলি।” আর এই ঘোষণা এযাবত দেশের মধ্যে প্রথম।

Advertisements

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বড় ঘোষণায় এসকল ক্ষেত্রে ছাড় দিলেও বেশ কিছু শর্ত আরোপ করেছেন। শর্ত স্বরূপ তিনি জানিয়েছেন, “সিনেমা হল সহ এই সকল অনুষ্ঠানের ক্ষেত্রে মানুষের উপস্থিতি ৫০ জনের বেশি রাখা যাবে না। পাশাপাশি অংশগ্রহণকারীদের এবং দর্শকদের মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সমস্ত রকম কোভিড প্রটোকল মেনে চলা বাধ্যতামূলক।”

দেশে লকডাউন জারি হওয়ার পর থেকে এই সকল ক্ষেত্র সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ার পর চরম দূর্দশার সম্মুখীন হতে হয় সাংস্কৃতিক জগতের শিল্পীদের। আর আগামী ১লা অক্টোবর থেকে এই সকল ক্ষেত্র ছাড়া পাওয়ার পর স্বাভাবিকভাবেই খুশির হাওয়া সংস্কৃতি জগতে।

Advertisements