‘সংবিধান মানেন না, নিজেকে রাজা মনে করেন’, মমতা ব্যানার্জী প্রসঙ্গে কৈলাশ

Amarnath Dutta

Updated on:

অমরনাথ দত্ত : ‘ভারতের সংবিধানের উপর মনে হয় মমতা ব্যানার্জির কোন বিশ্বাস নেই। তিনি মনে করেন পশ্চিমবঙ্গ দেশের অংশ নয়। এটা সম্পূর্ণ একটি আলাদা জায়গা এবং এখানকার রাজা তিনি।’ বোলপুরে এসে রবিবার এই ভাবেই রাজ্যের তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।

আগামী সপ্তাহে বীরভূমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পা রাখার কথা। তিনি বোলপুরে আসছেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। আর সেই মোতাবেক ব্যবস্থাপনা ও পরিকল্পনা গ্রহণ করতে রবিবার কৈলাস বিজয়বর্গীয়, অনুপম হাজরা সহ একাধিক বিজেপি নেতা বোলপুরে সাংগঠনিক আলোচনায় হাজির হয়েছেন। আর এই আলোচনায় উপস্থিত হয়েই বিজয়বর্গীয়কে এই ভাবে আক্রমণ করতে দেখা গেল শাসক দল তৃণমূলকে।

কৈলাস বিজয়বর্গীয় এদিন বলেন, “আমরা নির্বাচন কমিশনকে আবেদন করবো যেন মানুষ নির্ভয়ে নিজের ভোট দান করতে পারেন। আর এই নির্ভয় ভোটদানের জন্য এখন থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার ব্যবস্থা হচ্ছে।”

পাশাপাশি তিনি বলেন, “আমাদের দেশের সংবিধান আছে। যে সংবিধান অনুযায়ী কেন্দ্র সরকারের একটি ভূমিকা এবং রাজ্য সরকারের একটি ভূমিকা থাকে। আর এই সংবিধান অনুযায়ী দুইজনকেই নিজেদের ভূমিকা পালন করতে হয়। কিন্তু দুর্ভাগ্যবশত বাংলার সরকারের একটি স্বভাব রয়েছে রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বভাব রয়েছে, যেন বাংলা দেশের অংশ নয়, সম্পূর্ণ আলাদা জায়গা।

যার পরেই তিনি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, “উনি যেন এখানকার রাজা। উনি যা চাইবেন তাই হবে, এমনটাই মনে করেন। বাবাসাহেব আম্বেদকরের সংবিধান নিয়ে তাঁর কোন লেনদেন নেই। এটা দূর্ভাগ্য। মনে হয় মমতা ব্যানার্জির ভারতের সংবিধানের উপর কোনো আস্থা নেই।”