পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে ১০৫টি ট্রেন, রইলো তালিকা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : অবশেষে স্বস্তির খবর পশ্চিমবঙ্গের অধিবাসীদের জন্য। দীর্ঘদিন ধরে ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিক ও অধিবাসীদের অভিযোগ তাদের ফেরানোর কোনো বন্দোবস্ত করা হচ্ছে না সরকারের তরফ থেকে। একই অভিযোগ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও। তবে বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে জানান, ১০৫ টি বিশেষ ট্রেনের বন্দোবস্ত করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

Advertisements

Advertisements

Advertisements

বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে লেখেন, “আনন্দের সঙ্গে জানাতে চাইছি যে, আমাদের রাজ্যের যেসকল বাসিন্দারা দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন এবং যারা রাজ্যে ফিরে আসতে চাইছেন তাদের প্রতি আমাদের প্রতিশ্রুতি রক্ষা করার জন্য অতিরিক্ত ১০৫ টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছি। আগামী দিনগুলিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ট্রেনগুলি রওনা হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের অধিবাসীদের গন্তব্যে পৌঁছে দেবে।”

পাশাপাশি মুখ্যমন্ত্রীদের ট্যুইট করার সময় রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটের একটি লিঙ্ক শেয়ার করেছেন। যেখানে ক্লিক করে দেখা যাবে দেশের কোন রাজ্যের কোন শহর থেকে ট্রেনগুলি রওনা দেবে।

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রকাশ করা রেলের সূচিতে দেখা গিয়েছে ১৬ ই মে থেকে ১৪ ই জুন পর্যন্ত চলবে এই ট্রেনগুলি। ট্রেনগুলি আসবে মহারাষ্ট্র, কেরালা, রাজস্থান, হরিয়ানা, জম্মু-কাশ্মীর ইত্যাদি দেশের প্রায় প্রতিটি রাজ্য থেকেই। আর সেই ট্রেনগুলি পৌঁছাবে উত্তরবঙ্গ, মালদা, হাওড়া, দুর্গাপুর, খড়্গপুর সহ রাজ্যের একাধিক জেলায়।

ভিন রাজ্য থেকে আসা ট্রেনের পূর্ণাঙ্গ তালিকা

তবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ১০৫ টি ট্রেনের তালিকা প্রকাশ করলেও এই ট্রেনগুলির ভাড়া কত করে হবে তা জানানো হয়নি। রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে দিন কয়েক আগে থেকেই কেন্দ্রের সাথে রাজ্যের দ্বন্দ্ব দেখা যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দেন। যেখানে উল্লেখ করা হয়, পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে সহযোগিতা করছে না পশ্চিমবঙ্গ।তবে শুধু স্বরাষ্ট্রমন্ত্রক নয় একই অভিযোগ বারবার তুলেছেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীও। আর এত কিছুর পর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর ১০৫ টি বিশেষ ট্রেনের ঘোষণায় আপাতত কিছুটা হলেও স্বস্তি ফিরেছে ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিক ও অধিবাসীদের।

Advertisements