হোটেল নিয়ে চিন্তার দিন শেষ, পুরিতে সস্তায় থাকার বন্দোবস্ত করছেন মমতা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) এখন ওড়িশা (Odisha) সফরে। জগন্নাথ দেব দর্শন ছাড়াও সেখানকার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের (Naveen Patnaik) সঙ্গে তার সাক্ষাৎ রয়েছে। দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে জল্পনা, কারণ সামনের লোকসভা ভোটের আগে তৃতীয় ফ্রন্ট গড়ে তোলার জন্য উঠে পড়ে লেগেছে বিজেপি বিরোধী অকংগ্রেস দলগুলি।

Advertisements

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওড়িশা সফল নিয়ে যখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে সেই সময় পর্যটকদের জন্য খুশির খবর পাওয়া গেল। বাঙালিদের ৮০ শতাংশ মানুষ বছরের বিভিন্ন সময় পুরি (Puri) বেড়াতে যান। পুরি বেড়াতে গিয়ে বাঙ্গালীদের বহু পর্যটককেই হোটেল ভাড়া নিয়ে সমস্যায় পড়তে হয়। বিশেষ করে কোন কোন সময় হোটেল ভাড়া এতটাই চড়া হয়ে থাকে যে তার খরচ বহন করতে হিমশিম খেতে হয়। এবার এই রকম পরিস্থিতির ক্ষেত্রে পুরি পৌঁছে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisements

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার পুরিতে প্রস্তাবিত একটি জায়গা ঘুরে দেখেন যেখানে তৈরি করা হবে পশ্চিমবঙ্গ সরকারের গেস্ট হাউস (West Bengal Government guest house in Puri)। জায়গা পরিদর্শন করার পর সেখানে পশ্চিমবঙ্গ থেকে আসা পর্যটকদের জন্য গেস্ট হাউস তৈরি করার বিষয়টি নিশ্চিত করেন। যদিও ঠিক কোন জায়গায় তা তৈরি হবে এবং কত সংখ্যক পর্যটক থাকতে পারবেন তা নিয়ে এখনই নিশ্চিত ভাবে কিছু জানাননি।

Advertisements

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “জায়গা পছন্দ হয়েছে। আগামীকাল নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করে জানা যাবে কত একর জায়গা দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পুরিতে গেস্ট হাউস তৈরি করার জন্য। পুরীতে ঘুরতে আসা সব বাঙালিদের জায়গা দিতে না পারলেও কিছু সংখ্যক পর্যটকদের জায়গা দিতে পারা যাবে।”

কত সংখ্যক পর্যটকের থাকার ব্যবস্থা হবে পুরীতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গেস্ট হাউসে? এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “কতটা জায়গা পাওয়া যাচ্ছে তার উপর নির্ভর করবে কত সংখ্যক পর্যটকদের থাকার ব্যবস্থা করা যায়।” কবে তৈরি হবে এই গেস্ট হাউস? জায়গা পাওয়ার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে কাজ শুরু করা হবে এমনটাই জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisements