সরকারি চাকরিতে SC শ্রেণীর সংরক্ষণ বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সরকারি চাকরির ক্ষেত্রে তপশিলি জাতি অর্থাৎ SC জন্য সুখবর দিল রাজ্য সরকার। সরকারি চাকরির ক্ষেত্রে এই শ্রেণীর সুযোগ আরও যাতে বাড়ে তার জন্য সংরক্ষণ বাড়ানোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অনগ্রসর শ্রেণির কল্যাণে আরও বেশকিছু পদক্ষেপ ঘোষণা করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

Advertisements

Advertisements

নতুন করে গঠন হওয়া তপশিলি জাতি উন্নয়ন কাউন্সিলের সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রথম বৈঠক করলেন। সমস্ত সদস্যকে নিয়ে আলোচনা করার পর তপশিলি জাতির উন্নয়নে আরও বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা করেন তিনি। সেখানেই সরকারি চাকরি ক্ষেত্রে সংরক্ষণ বাড়ানোর ঘোষণা করতে দেখা যায় তাকে। ঘোষণা অনুযায়ী এবার থেকে সরকারি চাকরির ক্ষেত্রে ২২% সংরক্ষণ থাকবে পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য।

Advertisements

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের তৃতীয় বার ক্ষমতায় ফিরে আসার পরেই অনগ্রসর শ্রেণীর কল্যাণে আলাদা করে সিডিউল কাস্ট এডভাইজরী কাউন্সিল তৈরি করেন। আর এই বোর্ড গঠন করার সাথে সাথেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, দেশে প্রথম কোন রাজ্য এমন বোর্ড গঠন করলো।

চাকরি ক্ষেত্রে সংরক্ষণ বৃদ্ধি করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন জানান, রাজ্যের তপশিলি পড়ুয়াদের জন্য ইংরেজি মাধ্যম স্কুল তৈরি হচ্ছে। এদের পড়াশোনার খরচ যোগাতে ‘শিক্ষাশ্রী’ প্রকল্প। পাশাপাশি তাদের উচ্চ শিক্ষার জন্য স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা চালু হচ্ছে।

Advertisements