Vande Bharat Express: সম্প্রতি ভারতীয় রেল আধুনিক প্রযুক্তির উপর নির্ভর করছি যাত্রী পরিষেবা দেবার জন্য। এর সবথেকে বড় নিদর্শন হলো বন্দে ভারত এক্সপ্রেস। ভারতের দ্রুততম ট্রেনগুলোর মধ্যে একটি হল এই ট্রেন। যত দিন যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস এর জনপ্রিয়তা ততই বৃদ্ধি পাচ্ছে। দ্রুত গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য এর থেকে ভালো বিকল্প আর কিছু হতে পারে না। যাত্রীদের যাত্রার অভিজ্ঞতাকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে বন্দে ভারত এক্সপ্রেস।
ভারতের দ্রুতগামী ট্রেনগুলোর মধ্যে একটি হল বন্দে ভারত (Vande Bharat Express)। দেশের জনগণ এতদিন বন্দে ভারতের চেয়ার কারের অনুভূতি লাভ করেছে কিন্তু আগামী দিনে বন্দে ভারত স্লিপার ট্রেন থেকে শুরু করে বুলেট ট্রেন সব কিছুরই সাক্ষী থাকবে দেশের মানুষ। তবে আজকের এই প্রতিবেদনে বন্দে ভারত এক্সপ্রেস দিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে আসলো। বন্দে ভারত এক্সপ্রেসের বগি কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। ভারতীয় রেল এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে হাওড়া ডিভিশনে। নিশ্চয়ই সকলের মনে প্রশ্ন জাগছে যে কোন রুটের ট্রেনের বগি সংখ্যা কমানো হচ্ছে? বিস্তারিত জানতে অবশ্যই আজকের প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) পরিষেবা দিচ্ছে বর্তমানে হাওড়া থেকে NJP, হাওড়া-পুরী, হাওড়া-গয়া, হাওড়া-পটনা রুটে। কিন্তু আজকের এই প্রতিবেদনে উঠে আসছে একেবারে সম্পূর্ণ অন্য তথ্য। চালু হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই হাওড়া-গয়া রুটের ট্রেনের বগি সংখ্যা কমানো হচ্ছে। কেন ভারতীয় রেল এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল, চলুন জেনে নিই এই প্রতিবেদনে।
আরও পড়ুন: ভুলে যান ১৮০ কিমি, বন্দে ভারত স্লিপার ট্রেন ঘণ্টায় ১৩০ কিমিই ছাড়াবে না
বন্দে ভারত ট্রেনটি বর্তমানে হাওড়া থেকে সপ্তাহে ছয়দিন গয়ার উদ্দেশ্যে রওনা দেয় এবং সময় হলো সকাল ৬:৪৫ মিনিট। এরপর সেটি গয়ায় গিয়ে পৌছায় দুপুর ১২:৩০ মিনিটে। ট্রেনটি যাত্রাকালে মোট ৭টি স্টেশনে দাঁড়ায়। দুর্গাপুর থেকে শুরু করে আসানসোল তারপর ধানবাদ, পরেশনাথ, কোডারমার মতো বেশ কিছু জনপ্রিয় জায়গা। সবথেকে বড় প্রশ্ন হল তাহলে কেন বগি সংখ্যা কমাচ্ছে ভারতীয় রেল? তাহলে কি এই ট্রেন (Vande Bharat Express) আশানুরূপ ফল দিচ্ছে না? অবশেষে অভাব দিল রেল কর্তৃপক্ষ।
১৬ বগির জায়গায় এবার ৮ বগিতে চলবে ট্রেনটি, এর প্রধান কারণ হলো ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর উদ্বোধন হওয়ার পর থেকেই আশানুরূপ যাত্রী হচ্ছিল না ট্রেনটিতে। বাধ্য হয়ে ভারতীয় রেলকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। যখন যাত্রীসংখ্যা আশানুরূপ হয় না তখনই এই ধরনের সিদ্ধান্ত নিতে হয়। রেলের তরফ থেকে জানানো হয়েছে, বগিগুলি অন্যত্র কাজে লাগানো হবে। যদি যাত্রীসংখ্যা বৃদ্ধি না পায় তাহলে হয়তো বন্ধ হয়ে যেতে পারে এই রুটের ট্রেন।