নিজস্ব প্রতিবেদন : দুদিন আগেই শীতের (Winter) বিদায় নিয়ে চারদিকে গল্প শোনা যাচ্ছিল। তবে যারা এমন গল্প করছিলেন তাদের আবহাওয়ার খামখেয়ালিপনা সম্পর্কে কোন জ্ঞান নেই বলা যেতেই পারে। কেননা আবহাওয়া নিজেই সেটি প্রমাণ করে দিল শনিবার। শনিবার দক্ষিণবঙ্গের (South Bengal) ৫ জেলায় এমন তাপমাত্রা নামলো যে জারি হয়ে গেল শৈত্যপ্রবাহের (Cold wave alert) সর্তকতা।
মেঘলা আকাশ আর বৃষ্টির রেস কাটতেই হুশ করে এইভাবে তাপমাত্রার পারদ নেমে যাবে কেউ ভেবেও উঠতে পারেননি। হুশ করে মাত্র কয়েক ঘণ্টায় কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি পর্যন্ত কমে গিয়েছে। এই সকল জেলাগুলির মধ্যে রয়েছে বীরভূম, পুরুলিয়া সহ পশ্চিমের অন্যান্য জেলা। বীরভূম, পুরুলিয়ায় গত দুদিন আগেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রির উপরে। আর সেই সব জেলাতেই শনিবার সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৭ থেকে ৮ ডিগ্রির মধ্যে।
হাওয়া অফিসের তরফ থেকে শুক্রবার জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার তেমন কোন পরিবর্তন লক্ষ্য করা যাবে না। বিশেষ করে পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে। বরং রাতের তাপমাত্রা আরও কিছুটা নামতেও পারে। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শৈত্যপ্রবাহ পরিস্থিতি বজায় থাকার পাশাপাশি শনিবার ৫ জেলায় শৈত্যপ্রবাহ বজায় থাকবে।
আরও পড়ুন ? Lakshmir Bhandar: কবে থেকে মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের ডবল টাকা ১০০০, ১২০০, জেনে নিন তারিখ
শনিবার যে সকল জেলায় শৈত্যপ্রবাহ বজায় থাকবে বলে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে সেই সকল জেলাগুলি হল পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া ও ঝাড়গ্রাম। এই পাঁচ জেলা ছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রার পতন লক্ষ্য করা যাবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। অন্যদিকে শুধু শৈত্যপ্রবাহ নয়, এর পাশাপাশি আবার বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।
তবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টিতে ডামাডোল হতে পারে এবারের সরস্বতী পুজো। কেননা পূর্বাভাসে জানানো হয়েছে, ১৩ ফেব্রুয়ারি হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন হালকা বৃষ্টি হলেও বৃষ্টির পরিধি বাড়বে এবং বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে।