Cold Wave: ‘যাতে ভয় ছিল সেটাই হলো’! শৈত্যপ্রবাহের মুখোমুখি দক্ষিণবঙ্গের এই জেলা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত কয়েকদিন ধরে যেভাবে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছিল তাতে শৈত্যপ্রবাহের (Cold Wave) পূর্বাভাস পাওয়া যাচ্ছিল। অবশেষে সেই পূর্বাভাসকে সত্যি করেই দক্ষিণবঙ্গের এক জেলা এখন প্রবল ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছে, ওই জেলায় ইতিমধ্যেই বইতে শুরু করেছে শৈত্যপ্রবাহ।

Advertisements

গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন রাজ্যের তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে এবং তার পরিপ্রেক্ষিতে বেশ কিছু রাজ্যের বেশ কিছু জেলায় বইছে শৈত্যপ্রবাহ। এই সকল জেলার মধ্যে নাম উঠলো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একটি জেলার। যে জেলায় রবিবার থেকে শৈত্যপ্রবাহ বজায় রয়েছে বলে জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। দক্ষিণ বঙ্গের ওই জেলাটি হল পশ্চিমের পুরুলিয়া।

Advertisements

সোমবার হাওয়া অফিস সূত্রে যে রিপোর্ট পাওয়া গিয়েছে তা থেকে জানা গিয়েছে, পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা এদিন ছিল ৬.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি কম। তবে আবহাওয়ার এমন পরিস্থিতি থেকে পুরুলিয়া আজই মুক্তি পাবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। আগামীকাল থেকে ওই জেলায় তাপমাত্রার পারদ কিছুটা হলেও উর্ধ্বমুখী থাকবে।

Advertisements

আরও পড়ুন ? Labour Welfare Holiday Home: হাজার-দু’হাজারের দিন শেষ! এবার দার্জিলিংয়ের এই ঠিকানায় মাত্র ৩০০ টাকায় পেয়ে যান হোটেল

মঙ্গলবার পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ৬.১ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে ১০ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে বলে অনুমান করা হচ্ছে। এছাড়াও ঐদিন সকাল থেকেই কুয়াশায় ঢাকা পড়বে জেলার বিস্তীর্ণ অংশ। এর পাশাপাশি বুধবার থেকে এই জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার পর পর দুদিন বৃষ্টির মুখোমুখি হওয়ার পর শুক্রবার থেকে ফের আকাশ পরিষ্কার হবে এবং তাপমাত্রার পতন ঘটতে শুরু করবে।

অন্যদিকে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। বীরভূমের শ্রীনিকেতন হওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, জেলার সর্বনিম্ন তাপমাত্রা এখন বেড়ে ১১ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। বীরভূমে গত কয়েক দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকলেও আজ এক ডিগ্রি বেশি রয়েছে। বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা সোমবার স্বাভাবিকের তুলনায় নিচে রয়েছে। এদিন বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ৮.৯ ডিগ্রি সেলসিয়াস এবং তার স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রী কম।

Advertisements