Cold Wave West Bengal: লেপ-কম্বলকেও হার মানাবে হাড় কাঁপানো ঠান্ডা, শুরু হচ্ছে শৈত্যপ্রবাহের ইনিংস

Prosun Kanti Das

Published on:

Advertisements

Cold Wave West Bengal: মাঝে বেশ কয়েকটা দিন হঠাৎ তাপমাত্রা বাড়তে থাকায় মনে হচ্ছিল ডিসেম্বরেও বোধ হয় শীত পড়বে না। কিন্তু ক্রিকেট মাঠে ৬ এর মত একেবারে ছক্কা মেরে পশ্চিমবঙ্গে শৈত্যপ্রবাহ (Cold Wave West Bengal) শুরু হতে চলেছে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে। শুক্রবার থেকে টানা রবিবার পর্যন্ত চলবে এই শৈত্যপ্রবাহের ইনিংস। ডিসেম্বর শুরু হলেও পশ্চিমবঙ্গে এতদিন পর্যন্ত জাঁকিয়ে হার কাপানো শীত পড়েনি বললেই চলে। কিন্তু আগামীকাল থেকে এবার পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় জাঁকিয়ে শীত পড়তে চলেছে। এমনকি বেশ কিছু জায়গায় রাতের বেলা তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় নামতে পারে বলে সম্ভাবনা রয়েছে।

Advertisements

বীরভূম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানও বাদ যাচ্ছে না এই তালিকা থেকে। পশ্চিমবঙ্গে শৈত্যপ্রবাহের (Cold Wave West Bengal) ফলে কাঁপতে চলেছে এই সমস্ত জায়গার বাসিন্দারা। বাঁকুড়া, দুই বর্ধমান, পুরুলিয়াতে শনিবার এবং রবিবার দুদিন ধরে ঠান্ডা থাকবে বলেই জানা যাচ্ছে। তাই যেসমস্ত জেলাগুলিতে এই শৈত্যপ্রবাহ আসতে চলেছে সেগুলিতে ইতিমধ্যে হলুদ সর্তকতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। কিছু জেলায় তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রার থেকেও ২ থেকে ৪ ডিগ্রী সেলসিয়াস কমতে পারে।

Advertisements

শুক্রবার থেকে টানা বুধবার পর্যন্ত পশ্চিমবঙ্গে আবহাওয়া বেশ শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলো অর্থাৎ কালিম্পং কোচবিহার মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়িতে আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ নদীয়াতেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আগামী দিনগুলিতে।

Advertisements

আরও পড়ুন:Weather in BengalWeather in Bengal: জাঁকিয়ে পড়তে চলেছে শীত, দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ রেডি থাকুন রাজ্যবাসী

যেহেতু বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গে শৈত্যপ্রবাহের (Cold Wave West Bengal) আভাস পাওয়া যাচ্ছে, তাই শুক্রবার ভোরবেলা থেকেই দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এই সমস্ত পাহাড়ি এলাকায় ঘন কুয়াশায় আচ্ছাদিত হতে চলেছে প্রতিটি এলাকা। তাই এই চারটি পাহাড়ি এলাকায় আবহাওয়া দপ্তর থেকে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর, কালিম্পং, মালদাহ এবং আলিপুরদুয়ার এই চার জেলায় কিছু কিছু অংশে সকাল থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যার ফলে সকালের দিকে রাস্তাঘাটে গাড়ি চলাচল বন্ধ থাকতে পারে।

তবে শনিবার থেকেই কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর এই জেলার কিছু কিছু অংশে কুয়াশার পরিমাণ কমতে পারে বলে সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকাল থেকেই মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশা পড়তে শুরু করবে। তবে দক্ষিণবঙ্গের কোন জেলাতেই কিন্তু ঘন কুয়াশার কোন সম্ভাবনা নেই। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই সমস্ত জেলাতেও মাঝারি কুয়াশা থাকবে।

Advertisements