ফিল্মি কায়দায় কলেজের মাঠে প্রেম নিবেদন, পাল্টা চুমু, পরেই এলো নোটিশ

Antara Nag

Updated on:

Advertisements

একেবারে ফিল্মি কায়দায় প্রেম নিবেদন করলেন এক কলেজ ছাত্র। কলেজ প্রাঙ্গণে এক তরুণ হাঁটু গেড়ে বসে ফুলের তোড়া দিয়ে প্রেম নিবেদন করছেন আর এক তরুণীকে। আশেপাশে উপস্থিত আরো কিছু ছাত্র-ছাত্রী। প্রেমের প্রস্তাব পেয়ে হাসিমুখে সেই ফুল গ্রহণও করলেন তরুণী। তারপর ওই তরুণ উঠে এসে চুম্বনও করলেন তরুণীর গালে। সঙ্গে সঙ্গে উপস্থিত ছাত্র-ছাত্রীরা হাততালি আর চিৎকার করে তাদের অভিনন্দনও জানালেন। সম্প্রতি এইরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

Advertisements

জানা গেছে ভিডিওটি নদীয়ার চাকদহ কলেজের। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসতেই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে কলেজের তরফ থেকে। সুত্র মারফৎ জানা গিয়েছে ভিডিওর তরুণ তরুণী দুজনেই চাকদহেরি বাসিন্দা। এমনকি যে পড়ুয়া ভিডিওটি মোবাইলে ধারণ করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে সেও চাকদহ তেই থাকে। এমন ঘটনা জানাজানি হতেই কলেজ কর্তৃপক্ষ ওই ঘটনায় জড়িত সমস্ত ছাত্র-ছাত্রীকে নোটিশ ধরিয়েছে।

Advertisements

নোটিশে বলা হয়েছে, “এই ভাইরাল ভিডিওর দ্বারা কলেজের ভাবমূর্তি এবং সম্মান ক্ষুন্ন করা হয়েছে। যে সকল ছাত্রছাত্রী এই ধরনের কাজে সক্রিয় ছিল, তাদের সকলকে আগামী নোটিস পর্যন্ত কলেজে ঢুকতে নিষেধ করা হয়েছে। আগামী দিনে কলেজ প্রাঙ্গণে এই ধরনের কাজে কেউ যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।”

Advertisements

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কলেজের অধ্যক্ষা স্বাগতা দাস মোহন্ত। তিনি জানিয়েছেন, “আমাদের কলেজে ডিসিপ্লিন অ্যান্ড কোড অফ কন্ডাক্ট কমিটি রয়েছে। ওই ভিডিওটি দেখার পর ১৯ নভেম্বরেই ওই কমিটির বৈঠক ডাকা হয়েছিল। ওই কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের ডাকা হয়। ওই ভিডিও করার কাজে যারা যুক্ত থাকা মোট তিনজন আমার কাছে এসেছিল। আমি তাদের অভিভাবকদের কলেজে ডেকেছি। তারা এই ধরনের কাজ করবে না বলে কথা দিয়েছে। এরপর তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আসলে কলেজ বা কোনও স্কুল প্রাঙ্গণ যে পার্ক নয় তা অভিযুক্ত ছাত্রছাত্রীদের বুঝিয়ে দেওয়ার জন্য এই পদক্ষেপ কলেজ কর্তৃপক্ষের।”

কলেজ কর্তৃপক্ষ দ্বারা এমন নোটিশ জারি হওয়াতে সতর্ক হয়ে গিয়েছে অন্যান্য ছাত্রছাত্রীরাও। এই বিষয় নিয়ে জিজ্ঞাসা করা হলেও কেউই মুখ খুলতে রাজি নয়। এমনকি কলেজ সংসদের ক্ষমতাসীন দল তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি সুরজ মন্ডলও এই বিষয় নিয়ে কোনরকম মন্তব্য করতে চাননি। আপাতত এটাই দেখার যে প্রেম নিবেদনের এই ভিডিওর জের কত দূর অবধি গড়ায়।

Advertisements