‘সেতু, মাইল ফলক, ব্যাঙ্ক’, নীল সাদা রং ছেড়ে গেরুয়া সাদা, চলছে রাজনৈতিক তরজা

Shyamali Das

Updated on:

কেন্দ্রের টাকায় তৈরি সেতু, মাইল ফলক থেকে ব্যাঙ্ক, সবকিছুতেই দিন কয়েক আগে নীল সাদা রং থাকলেও, বর্তমানে লাগতে শুরু করেছে গেরুয়া সাদা। এমনই ছবি ধরা পরল বীরভূমের আনাচে-কানাচে, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

হিমাদ্রি মন্ডল : রাজনীতিতে আবার রঙের খেলা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে তৈরি রাস্তাঘাট, সেতু, কেন্দ্রীয় সংস্থার দপ্তরের রং রাতারাতি বদলে গেল নীল সাদা থেকে গেরুয়া সাদায়। ঠিক যেমন বাংলায় প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা হয়েছে বাংলা সড়ক যোজনায়, প্রধানমন্ত্রী আবাস যোজনা পরিণত হয়েছে বাংলা আবাস যোজনায়।

সরকারি নানান প্রকল্পের নাম পশ্চিমবঙ্গে এসে বদলে যাওয়ার ঘটনায় রাজনৈতিক তরজা দীর্ঘদিনের। আর এই তরজায় এবার নতুন নতুন সংযোজন রং। এবার কেন্দ্রীয় সরকারের আওতায় সরকারি দপ্তর, রাস্তাঘাটের পাশে মাইল ফলক ও সেতুতে শুরু হয়েছে গেরুয়া সাদা রং।

সিউড়ির স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিস, যেখানে গতকাল পর্যন্ত ছিল নীল সাদা রং, কিন্তু আজ সেখানেই দেখা গেল গেরুয়া সাদা রং হতে। জানা গিয়েছে, কেন্দ্রীয় প্রকল্প অথবা কেন্দ্রীয় সংস্থার ভবনগুলিতে এবার থেকে থাকবে গেরুয়া সাদা রং।

এই নতুন রঙ নিয়ে তৃণমূলের তরফ থেকে অভিযোগ, “বিজেপির স্থায়িত্ব আর মাত্র কয়েকদিন। কয়েকদিনের মধ্যেই তারা ভারতবর্ষ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই নিশ্চিহ্ন হওয়ার আগে নিজেদের কিছু প্রতীক রেখে যেতে চাইছে।”

অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, “সরকারি ভবনের রং বদলে দেওয়ার রাজনীতি শুরু করেছিল তৃণমূলই। তবে এবার হয়তো মানুষের ভিতরে গেরুয়া সাদা রং প্রবেশ করেছে। তাই গেরুয়া সাদা রং করছে।”