Meghalaya Nongjrong Village: দার্জিলিং, পুরির দিন শেষ! হাত দিতে মেঘ ছুঁতে হলে এবার ঘুরে আসুন এই অফবিটে!

Prosun Kanti Das

Published on:

Advertisements

Come to Nongjrong village in Meghalaya if you want to catch clouds with your hands: পর্যটকদের কাছে শীত হোক বা গরম পাহাড় সবসময়ই প্রিয়। পাহাড়ের সৌন্দর্য আপনাকে আকৃষ্ট করবে বারবার। পাহাড় মানেই তো কুয়াশা, ঠান্ডা বাতাস আর ধোঁয়া ওঠা স্যুপ। পাহাড় মানে আপনার কাছে পরিচিত নাম কোনটি হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড আর কাশ্মীর তাইতো? ভারতের ডান দিকে তাকালেই দেখতে পারবেন উত্তর-পূর্ব ভারতের প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতির কোলে বসে আনন্দেই কেটে যাবে আপনার দিন। অসম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, মেঘালয় বিভিন্ন রাজ্যগুলো যেন এক একটি রূপকথার রাজ্য। তবে মেঘালয়ের কিছু স্থান (Meghalaya Nongjrong Village) পর্যটকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে।

Advertisements

একেবারে ছবির মত দেখতে এই রাজ্যটি। দেখে মনে হবে মেঘেরা যেন রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে। হাত দিয়েই ছুঁতে পারবেন মেঘেদের। মেঘের ভেলায় চড়ে সবাই ভেসে বেড়ায় বাতাসে। মেঘালয় ভ্রমণের কথা মাথায় আসলেই মনে পড়ে যায় চেরাপুঞ্জি বা শিলং-এর নাম। মেঘালয় রাজ্যেরই ‘নংজরং’ গ্রামটির (Meghalaya Nongjrong Village) প্রাকৃতিক সৌন্দর্য একেবারে অতুলনীয়। এখানকার পর্যটনস্থলগুলি আপনাকে অবাক করবে পদে পদে। নংজরং হলো সবুজে ঘেরা একটি ছোট্টো গ্রাম। ইদানিং এই জায়গাটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। মেঘালয় রাজ্যের একটু রত্ন হিসাবে গণ্য করা হয় একে।

Advertisements

অফ-বিট জায়গায় যেতে চাইলে, অবশ্যই নংজং গ্রাম (Meghalaya Nongjrong Village) থেকে ঘুরে আসতে পারেন। এখানকার সংস্কৃতি থেকে শুরু করে খাবার, থাকার জায়গা, কোনো কিছুরই সমস্যা হবে না। বাজেট ফ্রেন্ডলি এই নংজরং ভ্রমণের সেরা সময় হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে। এখানকার আবহাওয়া মনোরম এবং শীতল থাকে বছরের এই সময়ে। আপনি উপত্যকায় মেঘের অপূর্ব দৃশ্য দেখতে পাবেন।

Advertisements

পর্যটকদের কাছে এটি অন্যতম জনপ্রিয় স্থান (Meghalaya Nongjrong Village)। এখানকার সুন্দর উপত্যকা আর পাহাড় আপনাকে মুগ্ধ করবে প্রথম দর্শনে। সুন্দর সূর্যাস্ত এবং সূর্যোদয়ের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অপূর্ব। প্রকৃতিপ্রেমীদের কাছে এ যেন এক স্বর্গ, গ্রামে মোটামুটি আধ ঘণ্টা ট্রেক করার পরে আপনি নংজরং ভিউ পয়েন্টে পৌঁছে যাবেন। তবে যাওয়ার আগে সঙ্গে অবশ্যই রাখতে হবে জলের বোতল এবং শুকনো খাবার। শিলং এবং নংজং এর মধ্যে দূরত্ব প্রায় ৪৬.৮ কিলোমিটার এবং EKH MDR – এর মাধ্যমে আনুমানিক ২ ঘন্টা ৪ মিনিট সময় লাগে। ট্রাফিকের কারণে সময় তারতম্য বিশেষভাবে লক্ষ্য করা যায়। এটি গুয়াহাটি থেকে আনুমানিক ১৪৪ কিলোমিটার দূরে অবস্থিত। NH6 এর মাধ্যমে আনুমানিক ৪ ঘণ্টা ৪০ মিনিট সময়ে গুয়াহাটি থেকে নংজরং পৌঁছে যাবেন।

পর্যটকরা সহজেই গুয়াহাটি বা শিলং থেকে নংজরং পৌঁছাতে পারেন। গুয়াহাটি বিমানবন্দর বা রেলওয়ে স্টেশন থেকে আপনি নংজরং পৌঁছানোর জন্য একটি ট্যাক্সি ভাড়া পাওয়া যায়। গাড়ি করে এই গ্রামে পৌঁছোতে প্রায় ৫ ঘণ্টা সময় লাগে। শিলং বিমানবন্দর থেকে শিলং শহরে পৌঁছাতে পারেন। তারপর নংজংরং যাওয়ার জন্য ক্যাব পাবেন শিলং থেকেই। শিলং শহর থেকে নংজরং গ্রামের দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার, যদি গাড়িতে যান সময় লেগে যাবে প্রায় দু’ঘণ্টা। শিলং বিমানবন্দর থেকে নংজরং গ্রামের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার এবং গাড়ি করে যেতে সময় লাগে প্রায় তিন ঘণ্টা।

Advertisements