Come to these offbeat destinations instead of Darjeeling this winter: শীতকালে পাহাড় ঘুরতে যাবার মজাই আলাদা। বহু পর্যটক এইসময় ভিড় জমায় বিভিন্ন শৈল শহরে। হানিমুনে যাবার জন্য সদ্য বিবাহিত দম্পতিরা পাহাড়কেই বেছে নেয়। শীতের মরশুমে পাহাড়ের সৌন্দর্য অতুলনীয় হয়ে ওঠে। দার্জিলিং ঘুরতে যায় বহু মানুষ, কিন্তু এই চেনা জায়গা বাদে অফবিট জায়গার (Offbeat destinations) খোঁজ করেন অনেকেই। আসলে একই জায়গা বারবার কারোর ভালো লাগেনা। ম্যাল রোডের ঠাসা ভিড় অনেকের ভালো লাগেনা। তারা নির্জন জায়গা পছন্দ করেন, তাই তাদের জন্য রইলো এই প্রতিবেদনটি।
আপনাদের সুবিধার্থে এমন একটি জায়গা সন্ধান দেওয়া হবে যেখানে পরিবার কিংবা বন্ধুদের সাথে আপনি নির্জনে সবাই কাটাতে পারবেন। জায়গাটিতে রয়েছে অনাবিল শান্তি, পাখির কলতান, নদীর জলের স্রোতের শব্দ আর সামনে সবুজ জঙ্গল। শান্ত পরিবেশে সময় কাটানোর জন্য এর থেকে ভালো জায়গা আর হতে পারে না। খুব বেশি পর্যটক এই জায়গাটি সম্পর্কে জানেন না তাই দেরি না করে ঘুরে আসতে পারেন এই অফবিট জায়গাটিতে (Offbeat Destinations)।
অফবিট এইস্থানের নাম হলো যোগীঘাট। জায়গাটি (Offbeat Destinations) অবস্থিত রিয়াং নদীর পাশেই অবস্থিত। যোগীঘাটে যদি আপনি একবার যান আপনার মন হারিয়ে যাবে প্রকৃতির মাঝে। পাহাড় জঙ্গল মিলিয়ে জায়গাটির সৌন্দর্যই আলাদা। বসন্তের মরশুমে গাছেদের গায়ে নতুন সবুজ পাতা দেখা যায়। এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে প্রিয় মানুষের সাথে সময় কাটানোর মজাই আলাদা।
জায়গাটি প্রায় সাড়ে তিন হাজার ফুট উঁচুতে অবস্থিত। আপনি যদি শীতের সময় এখানে যান আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে। এখানে ঘোরার অনেক জায়গা আছে। যেকোনো কালেই আপনি ছুটি কাটাতে এখানে (Offbeat Destinations) যেতে পারেন। বাংলার সেরা কমলালেবু এখানে পাওয়া যায়। এছাড়া সামনেই স্যালামান্ডারের বাসভূমি নামথিং পোখরি থেকেও ঘুরে আসতে পারেন। কার্শিয়াং-ও এখান থেকে খুব একটা দূরে নয় এবং আপনি চাইলে মংপুতে রবীন্দ্রতীর্থ দেখে আসতে পারবেন।
এখন প্রশ্ন হলো কিভাবে যাবেন এবং কত খরচ হতে পারে। এই অফবিট জায়গায় যদি আপনি যান নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে যেতে পারবেন। গাড়ি ভাড়া করে দু’টি রাস্তা হয়ে পৌঁছে যেতে পারবেন যোগীঘাট। এরমধ্যে একটি হলো রোহিনী রোড, কার্শিয়াং, দিলারাম হয়ে। অন্যটি সেবক রোড, রম্ভি, মংপু, লাবদা হয়ে। দুই রাস্তাতেই শিলিগুড়ি থেকে ৭০-৭৫ কিমি দূরে এইস্থান। এখানে থাকার সবথেকে বড় বিকল্প হল হোম স্টে। থাকা খাওয়া মিলিয়ে জনপ্রতি আপনার খরচ হবে ১২০০ থেকে ১৫০০ এর মতো। অ্যাডভেঞ্চার প্রেমীরা রিয়াং নদীর পাশে তাঁবু খাঁটিয়ে থাকতে পারে।