কোনদিন মদ না ছুঁয়েও মাতাল হয়ে পর্দা মাতিয়েছেন এই অভিনেতা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বলিউড হোক অথবা টলিউড। যেকোনো ধরনের সিনেমা হিট হওয়ার জন্য নায়ক নায়িকাদের ভূমিকা ছাড়াও উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে কমেডিয়ানদের। যেকোনো ধরনের ছবিতে এই কমেডিয়ানরাই চটপট মশলা এনে দেওয়ার ক্ষমতা রাখে। ৭০-৮০-এর দশকে এমনই এক অভিনেতা বা কমেডিয়ান অভিনেতা রয়েছেন তিনি কখনো বাস্তবে মদ ছুঁয়ে দেখেন নি, অথচ পর্দায় দিনের পর দিন মাতাল হয়ে মাতিয়েছেন।

Advertisements

এই জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা হলেন কেষ্ট মুখার্জী। যাকে মূলত দর্শকরা পর্দার মাতাল হিসাবেই মনে রেখেছেন। তার অনবদ্য অভিনয় যারা দেখেছেন তাদের হয়তো তার এই মুখোখানি দেখলেই চোখের সামনে সেই সকল অভিনয়ের দৃশ্য ফুটে উঠবে। অন্যদিকে তার নাম যেমন জনপ্রিয়, ঠিক তেমনই তার এমন নামের মূলেও রয়েছে কারণ।

Advertisements

কেষ্ট মুখার্জী টলিউড ছাড়াও বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন। উল্লেখযোগ্য বিষয় হল তিনি যে সকল ছবিতে অভিনয় করেছেন তার অধিকাংশেই তার অভিনয় ছিল মাতালের চরিত্রে অভিনয় করা। এবং এই চরিত্রে অভিনয় করতে করতে তিনি এতটাই সরগরম হয়ে ওঠেন যে পরিচালকদের যখনই ছবিতে কোন মাতালের অভিনয়ের প্রয়োজন হয়েছে তারা সরাসরি কেষ্ট মুখার্জির দ্বারস্থ হয়েছেন। তবে এহেন মানুষটি যিনি দিনের পর দিন পর্দাই মাতালের চরিত্রে অভিনয় করে মনোরঞ্জন দিয়ে গেছেন তিনি কখনোই মদ স্পর্শ করেনি।

Advertisements

কলকাতায় জন্ম এই অভিনেতা প্রথম জীবনে রাস্তায় নাটকের কাজ করতেন। বিশিষ্ট পরিচালক ঋত্বিক ঘটক তার মধ্যে অভিনয়ের চাহিদা বুঝতে পেরে তাকে প্রথম সিনেমাতে অভিনয় করার সুযোগ করে দেন। কেষ্ট মুখার্জির সিনেমা জগতে পা রাখা ঋত্বিক ঘটকের নাগরিক ছবির হাত ধরে। তবে সেই ছবি পরিচালক এবং কেষ্ট মুখার্জী দুজনেরই জীবিত অবস্থায় মুক্তি পায়নি। বড় পর্দায় ছবিটি মুক্তি পায় দুজনের মৃত্যুর পরেই।

টলিউডে ঋত্বিক ঘটক ছাড়াও তিনি কাজ করেছেন ঋষিকেশ মুখার্জির সঙ্গেও তবে এই অভিনেতার ভাগ্য বদলে যায় মুম্বইয়ে পা রেখে। মুম্বইয়ের রাজ কাপুরের সঙ্গে তিসরী কাসম’, ‘জিতা দিল’ ছবিতে অভিনয় করে তিনি হয়ে ওঠেন নামকরা কমেডিয়ান। ছবিতে তার কাজের মেয়ে আর খুব অল্প সময়ের জন্যই থাকতো, তবে ছোট ছোট চরিত্রে অভিনয় করেই তিনি বাজিমাত করেছেন।

এছাড়াও তিনি বলিউডের বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন যেগুলির মধ্যে অন্যতম হলো ‘জঞ্জির’, ‘আপ কি কসম’। তিনি অভিনয় করেছেন ‘শোলে’ সিনেমাতেও। তবে এ যাবৎ তার অভিনয়ের মধ্যে সবথেকে মজাদার দৃশ্য হলো ১৯৭৯ সালের ছবি ‘গোলমাল’-এর একটি দৃশ্যে অভিনয়। সেই দৃশ্যটি ছিল থানায় গিয়ে উৎপল দত্তের সঙ্গে মজার দৃশ্যটি। আজও এই দৃশ্যকে বলিউডের সেরা কমেডি দৃশ্যের মধ্যে ধরা হয়।

দর্শকরা ছাড়াও বলিউডের বিভিন্ন তারকা কেষ্ট মুখার্জির আজও ফ্যান হয়ে রয়েছেন। কেষ্ট মুখার্জী অভিনীত শেষ সিনেমাটি হল ‘সন্ত্রাস’। যে সিনেমায় অভিনয় করেছিলেন বিনোদ মেহরা, হেমা মালিনী, ধর্মেন্দ্র এবং আমজাদ খান। বিখ্যাত এই অভিনেতার মৃত্যু হয় ১৯৮৫ সালে। তবে তার পরে আজও তাকে মনে রেখেছে বলিউড থেকে টলিউড।

Advertisements