বছরের শুরুতেই বাণিজ্যিক গ্যাসে স্বস্তি, রইলো ১৪.২ কেজি সিলিন্ডারের দাম

নিজস্ব প্রতিবেদন : নতুন বছরের শুরুতেই রান্নার গ্যাসের দাম নিয়ে স্বস্তির খবর দিল কেন্দ্র। তবে সেই স্বস্তির খবর কেবলমাত্র বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে। ঘরোয়া অর্থাৎ ১৪.২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম অবশ্য অপরিবর্তিতই রয়ে গেল বছরের প্রথম দিন। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফ থেকে বিবৃতি দিয়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার প্রতি দাম কমানোর ঘোষণা করা হয়েছে।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফ থেকে জানানো হয়েছে, রান্নার জন্য ব্যবহৃত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার প্রতি ১০০ টাকা দাম কমানো হয়েছে। পাশাপাশি ঘরোয়া অর্থাৎ ১৪.২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের কোন রকম দাম পরিবর্তন করা হয়নি। অর্থাৎ ডিসেম্বর মাসে যে দামে এই সিলিন্ডার কিনতে হয়েছিল সেই একই দামে নতুন বছরের প্রথম মাসের শুরুতেও ক্রয় করা যাবে।

ভর্তুকিহীন ১৪.২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকায় দিল্লি ও মুম্বইয়ে এর জন্য সিলিন্ডার প্রতি গৃহস্থালীদের খরচ করতে হবে ৮৯৯.৫০ টাকা। চেন্নাইয়ের গৃহস্থালিদের খরচ করতে হবে ৯১৫.৫০ টাকা এবং কলকাতার বাসিন্দাদের খরচ করতে হবে সিলিন্ডার প্রতি ৯২৬ টাকা।

অন্যদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দাদের জেলার ভিত্তিতে খরচের পরিমাণ আলাদা আলাদা। এক্ষেত্রে বাঁকুড়ার বাসিন্দাদের খরচ করতে হবে সিলিন্ডার প্রতি ৯৩৮ টাকা। বীরভূমের বাসিন্দাদের খরচ করতে হবে ৯৪৯ টাকা। আলিপুরদুয়ারের বাসিন্দাদের খরচ করতে হবে ৯৫৩ টাকা। কোচবিহারের বাসিন্দাদের খরচ করতে হবে ৯৯৮ টাকা। দক্ষিণ দিনাজপুরের বাসিন্দাদের খরচ করতে হবে ৯৯৮ টাকা।

দার্জিলিংয়ের বাসিন্দাদের খরচ করতে হবে ৯৫৩ টাকা। হুগলির বাসিন্দাদের খরচ করতে হবে ৯৪৯ টাকা। হাওড়ার বাসিন্দাদের খরচ করতে হবে ৯২৭.৫০ টাকা। জলপাইগুড়ির বাসিন্দাদের খরচ করতে হবে ৯৫৩ টাকা। ঝাড়গ্রামের বাসিন্দাদের খরচ করতে হবে ৯২৭.৫০ টাকা। কালিম্পংয়ের বাসিন্দাদের খরচ করতে হবে ১০৫৫.৫০ টাকা।

মালদার বাসিন্দাদের খরচ করতে হবে ৯৯৭ টাকা। মুর্শিদাবাদের বাসিন্দাদের খরচ করতে হবে ৯৪৩.৫০ টাকা। নদীয়ার বাসিন্দাদের খরচ করতে হবে ৯২৬.৫০ টাকা। উত্তর ২৪ পরগনার বাসিন্দাদের খরচ করতে হবে ৯২৬ টাকা। পশ্চিম বর্ধমানের বাসিন্দাদের খরচ করতে হবে ৯৩৯.৫০ টাকা। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের খরচ করতে হবে ৯১৮.৫০ টাকা। পূর্ব মেদিনীপুরের বাসিন্দাদের খরচ করতে হবে ৯০২ টাকা। পূর্ব বর্ধমানের বাসিন্দাদের খরচ করতে হবে ৯৩৯.৫০ টাকা। পুরুলিয়ার বাসিন্দাদের খরচ করতে হবে ৯৫৫ টাকা। দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দাদের খরচ করতে হবে ৯২৬ টাকা। উত্তর দিনাজপুরের বাসিন্দাদের খরচ করতে হবে ৯৯৮ টাকা।