একলাফে ২০০ টাকার বেশি দাম বাড়ল রান্নার গ্যাসের! দেখে নিন নতুন দামের তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রান্নার গ্যাসের (LPG) দাম বৃদ্ধি নিয়ে বছরের পর বছর ধরে অভিযোগ শুনতে দেখা যায় দেশের নাগরিকদের মধ্যে। এই ধরনের ঘটনায় লাগাম টানতে গত আগস্ট মাসের শেষের দিকে কেন্দ্র সরকার ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি ২০০ টাকা ভর্তুকি দেওয়ার ঘোষণা করে। ২০০ টাকা ভর্তুকি দেওয়ার ঘোষণা করার ফলে এক ধাক্কায় ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম (LPG Price) অনেক কমে যায়। আবার যাদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের (PMUY) আওতায় রান্নার গ্যাস রয়েছে তারা মোট ৪০০ টাকা ভর্তুকি পেতে শুরু করেন।

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে আগস্ট মাসের শেষের দিকে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমানোর পাশাপাশি সেপ্টেম্বর মাসের শুরুতেই বাণিজ্যিকভাবে ব্যবহৃত ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দামও কমানো হয়েছিল। কিন্তু অক্টোবর মাসের শুরুতে আর বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারে স্বস্তি থাকল না। কেননা এবার এক ধাক্কায় ২০০ টাকার বেশি দাম বাড়ানো হয়েছে। এর আগে শেষবার জুলাই মাসে দাম বেড়েছিল, তবে সেবার দাম বেড়েছিল মাত্র ৭ টাকা।

Advertisements

পুজোর আগে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ার ফলে গ্রাহক থেকে ব্যবসায়ী প্রত্যেককেই অসুবিধায় পড়তে হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। কেননা বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়া মানে হোটেল, রেস্তোরাঁ সহ বিভিন্ন জায়গায় খরচ বেড়ে যাওয়া। এক্ষেত্রে উৎসবের মাসে এই ধরনের সমস্যা প্রত্যেক মানুষের উপরই প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে প্রভাব ফেলবে।

Advertisements

১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাসের ক্ষেত্রে ১ অক্টোবর অর্থাৎ রবিবার থেকে নতুন যে দাম ধার্য করা হয়েছে তা অনুযায়ী সিলিন্ডার প্রতি ২০৩ টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। এর ফলে এখন কলকাতায় বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়ালো ২০৪৩ টাকা। আগে যেখানে দাম ছিল ১৮৩৯.৫০ টাকা। তবে স্বস্তি এটাই যে অক্টোবর মাসে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারে দামে কোন পরিবর্তন আসেনি।

১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডার গত মাসে যে দামে পেয়েছিলেন দেশের নাগরিকরা এই মাসে সেই দামেও পাবেন, যদি মাঝ মাসে কোন পরিবর্তন না হয়। তবে এই মুহূর্তে দামে কোন পরিবর্তন হবে না এমনটাই আশা করা হচ্ছে। কেননা সামনেই রয়েছে লোকসভা নির্বাচন আর সেই লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে কেন্দ্র সরকার গৃহস্থালীদের জন্য ব্যবহৃত রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করবে না এমনটাই আশা করা হচ্ছে।

Advertisements