মাসের মাঝেই দাম কমলো রান্নার গ্যাসের, দেখে নিন সিলিন্ডার প্রতি নতুন দাম

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সাধারণত প্রতিমাসের শুরুতেই রান্নার গ্যাসের (Cooking Gas) দাম নির্ধারণ করা হয়ে থাকে পেট্রোলিয়াম সংস্থাগুলির তরফ থেকে। সেই মতো নভেম্বর মাসের শুরুতেই রান্নার গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছিল এবং সেই নির্ধারণ করা দাম অনুযায়ী ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছিল ১০১ টাকা। ১৪.২ কেজি ওজনের ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দাম রাখা হয়েছিল অপরিবর্তিত।

Advertisements

নভেম্বর মাসের শুরুতে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করার পর ফের নভেম্বরের মাঝে আবার নতুন দাম নির্ধারণ করা হলো। বৃহস্পতিবার পেট্রোলিয়াম সংস্থার তরফ থেকে নতুন করে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম প্রকাশ করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে, ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ৫৭.৫০ টাকা। যদিও মাসের শুরুর মতোই ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

Advertisements

১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকার কারণে কলকাতায় তা আগের মতই পাওয়া যাবে ৯২৯ টাকায়। অন্যদিকে দামে কিছুটা হেরফের রয়েছে জেলাগুলির ক্ষেত্রে। আবার যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় রান্নার গ্যাস সিলিন্ডার নিয়েছেন তারা কলকাতায় ৬২৯ টাকায় পাবেন ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডার।

Advertisements

অন্যদিকে বৃহস্পতিবার ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৫৭.৫০ টাকা কমার কারণে এখন কলকাতায় এর দাম হল ১৮৮৫.৫০ টাকা। মুম্বাইয়ে ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের নতুন দাম দাঁড়ালো ১৭২৮ টাকা। দিল্লিতে ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের নতুন দাম দাঁড়াল ১৭৭৫.৫০ টাকা এবং চেন্নাই দাম দাঁড়াল ১৯৪২ টাকা।

কালীপুজোর আগে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার কারণে হোটেল থেকে শুরু করে রেস্তোরাঁ সব ক্ষেত্রেই কিছুটা হলেও অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। তবে মাসের মাঝে দাম কমায় এবার কিছুটা হলেও স্বস্তি ফিরলো।

Advertisements