নিজস্ব প্রতিবেদন : পার্লামেন্টে শুরু হয়েছে ২০২২-২৪ অর্থবর্ষের বাজেট অধিবেশন। এই বাজেট অধিবেশন শুরু হওয়ার আগেই সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে কমলো রান্নার গ্যাসের দাম। প্রতি মাসের শুরুতে রান্নার গ্যাসের দাম নির্ধারণ করে থাকে গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি। সেইমতো ফেব্রুয়ারি মাসের শুরুতেই রান্নার গ্যাসের নতুন দাম ঘোষণা করা হয়েছে।
বিগত কয়েক মাস ধরে জ্বালানির দাম বাড়তে লক্ষ্য করা গিয়েছে ভারতে। জ্বালানির দাম বৃদ্ধির পাশাপাশি রান্নার গ্যাসের দাম বৃদ্ধিও পেয়েছে। প্রতিনিয়ত এই সকল জিনিসের দাম বৃদ্ধি পাওয়া এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় নাজেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে আমজনতার। তবে ফেব্রুয়ারি মাসের শুরুতে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমানোই কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।
ইন্ডিয়ান অয়েল-এর তরফ থেকে মঙ্গলবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে অর্থাৎ ১৯ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের ক্ষেত্রে দিল্লিতে ৯১.৫ টাকা দাম কমানোর ঘোষণা করা হয়েছে। কলকাতায় বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমেছে ৮৯ টাকা। যদিও ১৪.২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম ফেব্রুয়ারি মাসে অপরিবর্তিত রয়েছে।
বিশ্ববাজারে সম্প্রতি অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া ভাবে বৃদ্ধি পাচ্ছে। তবে এই পরিস্থিতিতেও ভারতের বাজারে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা এবং ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমানো উল্লেখযোগ্য সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে।
রাজনৈতিক মহলের মতে সামনেই রয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকার এমন সিদ্ধান্তের পথে হাঁটছে বলেও মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। অন্যদিকে এর পাশাপাশি সম্প্রতি ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে ভর্তুকি প্রদান শুরু করা হয়েছে।