নিজস্ব প্রতিবেদন : রেশন বিলি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তাঁর অভিযোগ, “রাজ্যে কোটি কোটি টাকা খরচ করে প্রতিদিন মুখ্যমন্ত্রীর মুখ আর ঘোষণার বিজ্ঞাপন চলছে। কিন্তু সেই ঘোষণার কোনরকম সঠিক কার্যকারিতা দেখা যাচ্ছে না। গরিব মধ্যবিত্ত মানুষদের জন্য মাসিক বরাদ্দ চাল, গম মিলছে না। ক্ষিদের জ্বালায় রাজ্যের বহু মানুষ দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন লকডাউনের কারণে ৬ মাস বিনামূল্যে গরিব মানুষদের রেশন দেওয়া হবে। কিন্ত রাজ্য সরকারের খাদ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে রেশন বিলি হবে ৬ মাসের বদলে ৩ মাস। এমনই অভিযোগ সুজন চক্রবর্তীর।
সেই বিজ্ঞপ্তির অংশ তুলে ধরেছেন তিনি। যাতে দেখা যাচ্ছে, RKSY-1 সুবিধাপ্রাপ্ত অধিকারীরা প্রত্যেকে বিনামূল্যে মাথাপিছু ৫ কেজি করে চাল পাবেন ধার্য ২ কেজি চাল ও ৩ কেজি গমের পরিবর্তে।
আর RKSY-2 সুবিধাপ্রাপ্ত অধিকারীরা পাবেন বিনামূল্যে মাথাপিছু ৫ কেজি করে চাল আগের ধার্য হওয়া ১ কেজি চাল ও ১ কেজি গমের পরিবর্তে।
১ লা মে থেকে ৩১ শে জুলাই পর্যন্ত দেওয়া হবে এই বিশেষ সুবিধা। তিন মাসের জন্য রাজ্য সরকারের এই ঘোষণা কার্যকরী হবে জনস্বার্থ পরিষেবার মাধ্যমে।
The costliest regular advertisement of @MamataOfficial is flawed in every count! Is the Commitment of supplying monthly free rice etc for six months now rolled back to three months as per #GoWB order? Starving people are repeatedly bluffed by the state. pic.twitter.com/hX5FNZIpum
— Dr.Sujan Chakraborty (@Sujan_Speak) April 24, 2020
রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তি প্রকাশের পরই সুজন চক্রবর্তী প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে। যেখানে বিনামূল্যে মূল্যে ৬ মাসের রেশন দেওয়ার কথা বলেছিলেন, সেখানে তার সরকারের খাদ্য দপ্তর ৩ মাসের কথা বলায়।