নিজস্ব প্রতিবেদন : বাংলার বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বাসিন্দাদের মধ্যে এখন শুধু রাজনৈতিক আলোচনা পর্যালোচনা। আর এই রাজনৈতিক আলোচনা পর্যালোচনাকে কেন্দ্র করে একাধিক সমীক্ষা সংস্থা প্রতিনিয়ত তাদের জনমত সমীক্ষা তুলে ধরেছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম এবিপি গ্রুপ ইতিমধ্যেই বেশ কয়েকটি জনমত সমীক্ষা সামনে এনেছে। আর এই সকল জনমত সমীক্ষার মধ্যে সম্প্রতি CNX এবং C-Voter চূড়ান্ত পর্যায়ে জনমত সমীক্ষায় প্রকাশ করেছে। চলুন দেখে নেওয়া যাক এই সকল জনমত সমীক্ষায় উঠে এলো।
C-Voter-এর চূড়ান্ত দফার জনমত সমীক্ষার ফলাফল
এই সংস্থার চূড়ান্ত দফার জনমত সমীক্ষার ফলাফল অনুযায়ী যা উঠে এসেছে তাতে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের ঝুলিতে যেতে পারে ৪২ শতাংশ ভোট, বিজেপি পেতে পারে ৩৭ শতাংশ ভোট, সংযুক্ত মোর্চা পেতে পারে ১৩ শতাংশ ভোট এবং অন্যান্যরা পেতে পারে ৮ শতাংশ ভোট।
তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৬৮টি আসন। বিজেপি পেতে পারে ১০৪ থেকে ১২০টি আসন। সংযুক্ত মোর্চা পেতে পারে ১৮ থেকে ২৬টি আসন। অন্যান্যরা পেতে পারে সর্বোচ্চ ২টি আসন।
পছন্দের মুখ্যমন্ত্রীর তালিকায় সবার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়, ৫৫ শতাংশ মানুষ তার স্বপক্ষে কথা বলেছেন। দিলীপ ঘোষের স্বপক্ষে কথা বলেছেন ৩২ শতাংশ মানুষ। মুকুল রায়কে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান ৭ শতাংশ মানুষ। অধীর চৌধুরী এবং সুজন চক্রবর্তীকে ১ শতাংশ করে মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। অন্যদিকে অন্য কেউ মুখ্যমন্ত্রী হন এমনটা ৪ শতাংশ মানুষ।
সরকার পরিবর্তন করতে চান এমন মতামত পোষণ করেছেন ৪৩ শতাংশ মানুষ। ক্ষুব্দ অথচ একই সরকার থাকুক এমনটা চান ৪২ শতাংশ মানুষ। ক্ষুব্ধ নন এবং সরকার পরিবর্তন করতে চান না ১৫ শতাংশ মানুষ।
CNX-এর চূড়ান্ত দফার জনমত সমীক্ষার ফলাফল
অন্যদিকে CNX সংস্থার চূড়ান্ত জনমত সমীক্ষা সমীক্ষা থেকে উঠে এসেছে তা হলো, তৃণমূল পেতে পারে ৪০ শতাংশ ভোট, বিজেপি পেতে পারে ৩৮ শতাংশ ভোট, সংযুক্ত মোর্চা পেতে পারে ১৬ শতাংশ ভোট এবং অন্যান্যরা পেতে পারে ৬ শতাংশ ভোট।
জনমত সমীক্ষার চূড়ান্ত ফলাফল অনুযায়ী তৃণমূল পেতে পারে ১৩৬ থেকে ১৪৬টি আসন। বিজেপি পেতে পারে ১৩০ থেকে ১৪০টি আসন। সংযুক্ত মোর্চা পেতে পারে ১৪ থেকে ১৮টি আসন এবং অন্যান্যরা পেতে পারে ১ থেকে ৩টি আসন।
[aaroporuntag]
তবে এই সকল জনমত সমীক্ষাকে কখনো কখনো দেখা গেছে ভোটের ফলাফলের সাথে একেবারে মিলে গেছে, আবার কখনও কখনও দেখা গিয়েছে মুখ দুমড়ে পড়েছে। আর সেই জায়গায় আসন্ন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল কি হয় তার দিকেই তাকিয়ে আমজনতা।