Vi Recharge Plan: খরচ একই, অথচ ব্যাপক সুবিধা দিচ্ছে Vi, পিছিয়ে পড়ল Jio, Airtel

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ভারতের মতো দেশের বৃহত্তম টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা গ্রাহকদের পরিষেবা দিচ্ছে সেগুলি হল Airtel, Jio, Vodafone Idea এবং BSNL। যে টেলিকম বাজারে কোটি কোটি গ্রাহক সেখানে চারটি টেলিকম সংস্থা পরিষেবা দিলেও তাদের মধ্যে কিন্তু প্রতিযোগিতার শেষ নেই। একচেটিয়া ব্যবসা করার মতো পরিস্থিতি নেই ভারতের টেলিকম বাজারে।

তবে আবার এই চারটি সংস্থার কথা বলা হলেও গ্রাহকদের কাছে সবচেয়ে বেশি পৌঁছে গিয়েছে জিও, এয়ারটেল এবং ভিআই। বাকি থাকা একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা প্রযুক্তি এবং পরিষেবার দিক দিয়ে পিছিয়ে পড়ার কারণে গ্রাহক সংখ্যা দিন দিন কমছে। এবার ওই বেসরকারি তিনটি টেলিকম সংস্থার রিচার্জ প্ল্যানের দিকে নজর রাখলে দেখা যাবে, ২৯৯ টাকার রিচার্জ প্ল্যান রিচার্জ করলে একই খরচ হওয়া সত্বেও জিও এবং ভিআই-এর থেকে অনেক কম সুবিধা দিচ্ছে এয়ারটেল।

Jio: জিওর সকল গ্রাহকরা রয়েছেন তারা যদি ২৯৯ টাকার রিচার্জ করে থাকেন তাহলে ২৮ দিনের ভ্যালিডিটি পান। এর পাশাপাশি দেওয়া হয় প্রতিদিন ২ জিবি করে ডেটা। পাশাপাশি রয়েছে যেকোনো নেটওয়ার্কের আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস। এর সঙ্গে জিও সিনেমা, জিও টিভি, জিও ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করার সুযোগ দেওয়া হয়।

আরও পড়ুন 👉 Union Bank Divaa Credit Card: মহিলাদের জন্য বিশেষ ডিভা ক্রেডিট কার্ড আনল ইউনিয়ন ব্যাঙ্ক, মিলবে এই ৬ সুবিধা

Airtel: এয়ারটেলের যে সকল গ্রাহকরা রয়েছেন তারা ২৯৯ টাকা রিচার্জ করলে ২৮ দিন ভ্যালিডিটি পান। এর সঙ্গে রয়েছে যে কোন নেটওয়ার্কের আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা। এর বাইরে অন্য কোন সুবিধার উল্লেখ নেই।

Vi: ভোডাফোন আইডিয়ার যে সকল গ্রাহকরা রয়েছেন তারা যদি ২৯৯ টাকা রিচার্জ প্ল্যান রিচার্জ করেন তাহলে ২৮ দিন ভ্যালিডিটি পান। এর সঙ্গে এখন দেওয়া হচ্ছে প্রতিদিন ২ জিবি করে ডেটা, ভারতবর্ষের যে কোন নেটওয়ার্কের আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস। কিন্তু এখানেই শেষ নয়, এর পাশাপাশি গ্রাহকরা রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। এছাড়াও রয়েছে সপ্তাহ শেষে অব্যবহৃত ডেটা ব্যবহার করার সুযোগ। অর্থাৎ একটি রিচার্জ প্লানে এই সংস্থার তরফ থেকে দেওয়া হচ্ছে একের পর এক সুযোগ সুবিধা।