Bangladesh vs Indian Army: সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট টটালমাটাল। ওখানকার হিন্দুদের ওপর চলছে অত্যাচার। বাংলাদেশের এই আচরণের নিন্দা করছে গোটা বিশ্ব। Bangladesh vs Indian army: দাবি করছে যে খুব শীঘ্রই তারা কলকাতা দখল করবে। বাংলাদেশীদের এই দাবির আদৌ কি কোন যুক্তি আছে? নাকি শুধুমাত্র আবেগতাড়িত হয়েই এই মন্তব্য? বাংলাদেশের সামরিক বাহিনী আদৌ কি টক্কর দিতে পারবে ভারতকে?
সামরিক শক্তির বিচারে বাংলাদেশের থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে ভারত। আজকের প্রতিবেদনে তার পুঙ্খানুপুঙ্খ হিসাব জানতে পারবেন আপনারা। বিশ্বের ১৪৫ টি দেশের মধ্যে সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের স্থান ৩৭৷ আর সামরিক শক্তির বিচারে ভারতের স্থান বিশ্বে চতুর্থতম (Bangladesh vs Indian Army)। গ্লোবাল ফায়ার পাওয়ার নামক একটি ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের সক্রিয় সেনার সংখ্যা ১.৬৩ লক্ষ৷ পাশাপাশি ভারতের সক্রিয় সেনার সংখ্যা ১৪.৫৫ লক্ষ৷ বাংলাদেশের সেনাবাহিনীতে কোন রিজার্ভ সৈন্য নেই কিন্তু ভারতের রিজার্ভ সেনাবাহিনীর সংখ্যাই ১১.৫৫ লক্ষ৷
বাংলাদেশের বায়ুসেনার হাতে যেখানে রয়েছে মোট ২১৬টি যুদ্ধবিমান৷ ভারত সেখানে অনেকগুণ এগিয়ে রয়েছে এবং তাদের হাতে রয়েছে ২২৯৬টি যুদ্ধবিমান (Bangladesh vs Indian Army)। শুনলে অবাক হয়ে যাবেন যে, বাংলাদেশের বায়ুসেনার ফাইটার জেটের সংখ্যা ৪৪৷ পাশাপাশি ভারতের কাছে রয়েছে ৬০৬টি ফাইটার জেট। ভারতকে অহরহ হুমকি দিচ্ছে বাংলাদেশীরা কিন্তু মজার বিষয় হলো, তাঁদের দেশের বায়ুসেনার হাতে অ্যাটাক এয়ারক্র্যাফট একটিও নেই৷ এছাড়া ভারতের হাতে ১৩০টি অ্যাটাক এয়ারক্র্যাফট রয়েছে৷ ভারতীয় বায়ুসেনার কাছে রয়েছে এক বিরাট হাতিয়ার। রাফালের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান যে দেশের কাছে আছে তাদের যুদ্ধ জয় করা অনেকটাই সহজ হয়ে যায়।
আরও পড়ুন:Bangladesh India Conflict: ভারতমাতার বুকে পা ফেললে তাদের এখানেই সমাহিত করা হবে, উল্টো হাক ভারতের
ভারত এবং বাংলাদেশের সামরিক শক্তির তুলনা (Bangladesh vs Indian Army) করতে গেলে স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবে ভারত। বাংলাদেশের কাছে ৭৩টি হেলিকপ্টার থাকলেও একটিও অ্যাটাক হেলিকপ্টার নেই৷ অন্যদিকে যদি ভারতের হেলিকপ্টারের হিসাব নেওয়া হয় তাহলে সেখানে রয়েছে ৮৬৯টি, অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ৪০টি৷ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কাছে ট্যাঙ্ক রয়েছে ৩২০টি, অন্যদিকে ভারতের কাছে রয়েছে মোট ৪৬১৪টি ট্যাঙ্ক৷ বাংলাদেশের কাছে থাকা কামানের সংখ্যা ৪৬৪৷ ভারতের কাছে যে কামান আছে তার সংখ্যা হল ৩৩৮৩টি।
ভারত বাংলাদেশকে প্রতি পদে হারিয়ে দিতে পারে। বাংলাদেশের কাছে রয়েছে মাত্র ৭১ টি রকেট। অন্যদিকে ভারতের হাতে রয়েছে ৭০২টি রকেট৷ বাংলাদেশের কাছে সাবমেরিন রয়েছে মাত্র দুটি, ভারতের সাবমেরিনের সংখ্যা ১৮৷ এইভাবে খুব সহজেই দুটো দেশের সামরিক শক্তির তুলনা করা যাচ্ছে এবং এর থেকে এটাও স্পষ্ট যে বাংলাদেশিরা কলকাতা আক্রমণ করলে তার ফলাফল কি হতে পারে।