শক্তির নিরিখে ইউক্রেন ও রাশিয়া কে কতটা এগিয়ে, রইলো পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদন : আয়তন হোক অথবা শিক্ষাদিক্ষা, সবক্ষেত্রেই রাশিয়াকে টেক্কা দেওয়ার মত দেশ হল ইউক্রেন। যে কারণে ইউক্রেনকে নিয়ে সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ রাশিয়ার। যদিও সামরিক দিক দিয়ে ইউক্রেন অনেক দুর্বল হওয়ায় সেই জায়গাতেই আঘাত হেনেছে রাশিয়া। দিন কয়েকের সমস্ত রকম জল্পনার অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার ভোররাতে রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ শুরু করে। তবে সামরিক দিক দিয়ে অনেক পিছিয়ে থাকা ইউক্রেন কি পারবে রাশিয়াকে ঠেকাতে? কি বলছে এই দুই দেশের শক্তির তালিকা।

রাশিয়ার জনসংখ্যা ইউক্রেনের জনসংখ্যার প্রায় তিনগুণ। রাশিয়ার জনসংখ্যা হল ১৪২৩২০৭৯০ জন। অন্যদিকে ইউক্রেনের জনসংখ্যা ৪৩৭৪৫৬৪০ জন। প্রতিরক্ষা খাতে রাশিয়ার বাজেট ১৫৪০০০০০০০০০ ডলার। অন্যদিকে প্রতিরক্ষা খাতে ইউক্রেনের বাজেট ১১৮৭০০০০০০০ ডলার। রাশিয়ার ক্রয় ক্ষমতা ৩৮৭৫৬৯০০০০০০০ ডলার। ইউক্রেনের ক্রয় ক্ষমতা ৫১৫০০০০০০০০০ ডলার।

আকাশপথে ইউক্রেনের মোট বিমান সংখ্যা হল ৩১৮টি। সেই জায়গায় রাশিয়ার মোট জনসংখ্যা ৪১৭৩টি। ইউক্রেনের মোট যুদ্ধবিমান ৬৯টি। রাশিয়ার যুদ্ধ বিমান ৭৭২টি। হামলার জন্য রাশিয়ার প্রস্তুত বিমানের সংখ্যা হল ৭৩৯টি। সেই জায়গায় ইউক্রেনের প্রস্তুত বিমানের সংখ্যা মাত্র ২৯টি। রাশিয়ার হেলিকপ্টারের সংখ্যা ১৫৪৩টি। ইউক্রেনের হেলিকপ্টারের সংখ্যা ১১২টি। দুই দেশের হামলাকারী হেলিকপ্টারের প্রস্তুত সংখ্যা ৫৪৪ আর ৩৪।

রাশিয়ার ট্যাঙ্ক সংখ্যা ১২৪২০টি। সেই জায়গায় ইউক্রেনের এই সংখ্যাটি হল ২৫৯৬টি। রাশিয়ার সামরিক যান রয়েছে ৩০,১২২টি। ইউক্রেনের রয়েছে ১২৩০৩টি। রাশিয়ার স্বচালিত কামানের সংখ্যা ৬৫৭৪টি এবং ইউক্রেনের এই সংখ্যাটা হল ১০৬৭টি। রাশিয়ার টোড কামানের সংখ্যা ৭৫৭১ এবং ইউক্রেনের এই সংখ্যাটা হলো ২০৪০টি। রাশিয়ার হাতে মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে ৩৩৯১টি, সেই জায়গায় ইউক্রেনের হাতে রয়েছে ৪৯০টি।

নৌশক্তির নিরিখে রাশিয়ার হাতে ফ্লিট রয়েছে ৬০৫টি এবং ইউক্রেনের হাতে ৩৮টি। রাশিয়ার হাতে রণতরী রয়েছে ১টি, ইউক্রেনের হাতে কিছু নেই। রাশিয়ার হাতে ডেস্ট্রয়ার রয়েছে ১৫টি, ইউক্রেনের হাতে কিছু নেই। রাশিয়ার হাতে ফ্রিগেট রয়েছে ১১টি, অন্যদিকে ইউক্রেনের হাতে রয়েছে মাত্র একটি। রাশিয়ার হাতে কর্ভেট রয়েছে ৮৬টি ইউক্রেনের হাতে রয়েছে মাত্র একটি।