স্ত্রী বাবা-মাকে ছেড়ে আলাদা সংসার করার চাপ দিলে হবে ডিভোর্স

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : যে বাবা-মা সন্তানকে কোলে পিঠে করে বড়ো করছেন সেই বাবা মা’র জায়গা হচ্ছে বৃদ্ধাশ্রমে। এসকল ক্ষেত্রগুলি খুঁটিয়ে দেখলে দেখা যায় কিছুক্ষেত্রে ছেলেদের দোষ থাকে। কিছু ক্ষেত্রে দোষ থাকে বৌমাদেরও। এরকম অনেক কেস দেখা গেছে যেখানে বাবা-মাকে ছাড়ার জন্য রীতিমতো প্রেসার ক্রিয়েট করেন বিবাহিতা স্ত্রী। এই মানসিক অশান্তিতে পড়ে পুরুষেরা বুঝতে পারেন না তারা কী করবেন! তখনই সংসারে লাগে অশান্তি!কখনো হয় বিবাহ বিচ্ছেদ!

Advertisements

Advertisements

রবিবার একটি বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল কেরল হাইকোর্টে। সেই হাইকোর্টের শুনানিতে বিচারক বলেন, স্বামীকে তার বাবা-মাকে ছাড়ার জন্য মানসিক চাপ দেওয়া নির্যাতনের সমান।

Advertisements

সম্প্রতি কেরল হাইকোর্টের একজন ব্যক্তি বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন। এই ব্যক্তি বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করার সময় স্পষ্টভাবে অভিযোগ করেন স্ত্রীর বিরুদ্ধে। হ্যাঁ তার স্ত্রী চান যে তিনি তার মাকে ছেড়ে শুধুমাত্র স্ত্রীকে নিয়ে আলাদা সংসার করুন। এমনকি স্ত্রী হুঁশিয়ারিও দিচ্ছেন যে স্বামী তার কথা না শুনলে তিনি আত্মঘাতী হবেন এবং সুইসাইড নোটে তার স্বামী ও শ্বাশুড়ি নাম লিখে যাবেন।

এই মামলার বিচারপতি এএম শফিক ও মেরি জোসেফ বলেন, স্বামীকে তার বাবা-মাকে ছাড়ার জন্য চাপ দেওয়া নিঃসন্দেহে এক রকমের মানসিক নির্যাতন। কারণ তখন স্বামীকে দুই জনের মধ্য থেকে একজনকে বেছে নিতে হয়। এরকম পরিস্থিতিতে যদি আর কোন গুরুত্বপূর্ণ কারণ নাও থাকে তবু ডিভোর্স নেওয়া যেতে পারে।

অপরদিকে স্ত্রীর অভিযোগ শ্বাশুড়ির ইন্ধনে তার স্বামী প্রতিদিন মদ খেয়ে বাড়ি ফেরেন এবং তার সাথে ও তার সন্তানের সাথে দুর্ব্যবহার করেন।অপরদিকে শ্বাশুড়ি তাকে দিয়ে সংসারের সকল কাজ করান।তাই স্ত্রী চান শ্বাশুড়িকে ছাড়া আলাদা থাকতে।

এ নিয়ে মন্তব্য করতে গিয়ে হাইকোর্টের বেঞ্চের তরফ থেকে বলা হয়, স্ত্রী শ্বাশুড়ির সাথে থাকতে চাননা এটা তিনি স্পষ্টতই উল্লেখ করছেন এবং এটাই এই বিবাহবিচ্ছেদের আবেদনের প্রধান কারণ। অপরদিকে স্বামীর মদ খাওয়ার কারণ হতে পারে স্ত্রীর দেওয়া মানসিক চাপ। প্রতিটি সংসারের সন্তানদের বকাঝকা করা হয় সেটা কোন কথা নয়। এবং বাড়ির বউদেরকেও বাড়ির কাজ করতে হয়। কিন্তু এই অভিযোগ খতিয়ে দেখে বোঝা যাচ্ছে যে বাড়ির কাজ করা সহ অন্যান্য বিষয়ে শাশুড়ির উপর রীতিমতো রাগ জমে রয়েছে গৃহবধূর এবং সেই কারণে তিনি স্বামীর উপর মানসিক নির্যাতন করছেন। সব দিক দিয়ে বিবেচনা করে এই বিবাহবিচ্ছেদের আবেদন মেনে নিয়েছে হাইকোর্ট।

Advertisements