নিজস্ব প্রতিবেদন : করোনাকালে বন্ধ ট্রেন চলাচল। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার কারণে নানান রকমের শো-এর অডিশন এখন অনলাইনেই নেওয়া হচ্ছে। সেইরকমই ‘ফেমিনা Miss India’ ২০২০-র রেজিস্ট্রেশনও অনলাইনে নেওয়া হচ্ছে। ‘ফেমিনা মিস ২০২০’ প্রতিযোগিতা সৌন্দর্যের একটি প্রতিযোগিতা। গোটা ভারতজুড়ে এই প্রতিযোগিতা হয়।
‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় বিজয়িনী ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় যাওয়ার সুযোগ পান। এই সকল প্রতিযোগিতায় উত্তীর্ণ হলে মডেলিং, ফটোশুট নানারকম অ্যাডের অফার পাওয়া যায়। এছাড়া প্রিয়াঙ্কা চোপড়ার মতো অনেকই অভিনয় জগতে পা রাখেন এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর। তাই এই প্রতিযোগিতা একসাথে অনেক সুযোগ এনে দেয় হাতের কাছে।
এই সৌন্দর্যের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে অনলাইনে দরখাস্ত করে নিজের নাম নথিভুক্ত করতে হবে। মিস ইন্ডিয়া ২০২০-এর অফিশিয়াল ওয়েবসাইটে গেলেই রেজিস্ট্রেশন করার ফর্মটি পেয়ে যাবে। এই ফর্মটি ফিলাপ করে সাবমিট করলেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এই ফর্মে প্রতিযোগীকে নিজের নাম, বয়স, জন্মস্থান, বাড়ি ঠিকানা, ফোন নম্বর, ইমেল এড্রেস ও নিজের সাম্প্রতিককালের কিছু ছবি দিতে হবে। তারপর ফেমিনা মিস ইন্ডিয়া টিম প্রতিযোগীকে সিলেক্ট করলে তারা নিজেরাই প্রতিযোগীর সাথে যোগাযোগ করে নেবেন।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রধান কতগুলি শর্ত আছে। মিস ফেমিনা টিম সেই শর্তগুলিরও উল্লেখ করেছে।
১) প্রতিযোগীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
২) প্রতিযোগীর উচ্চতা হতে হবে ৫ ফুট ৫ ইঞ্চি বা তারও বেশি।
৩) এই প্রতিযোগিতায় শুধুমাত্র অবিবাহিতরাই যোগ দিতে পারবেন।
৪) প্রতিযোগীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং ভারতের নাগরিক হওয়ার যাবতীয় প্রমাণ দিতে হবে।
৫) প্রতিযোগীদের জন্ম প্রমাণপত্র থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স, স্কুল লিভিং সার্টিফিকেট পাসপোর্ট ইত্যাদিও দেখাতে হবে।