NBSTC Ladies Special Bus: স্পেশাল বাসের কন্ডাক্টর মহিলা না পুরুষ? উত্তরবঙ্গে এখন নতুন ধাঁধাঁ

Prosun Kanti Das

Published on:

Advertisements

NBSTC Ladies Special Bus: রাজ্যের পরিবহন ব্যবস্থায় আনা হল আমূল পরিবর্তন। সাধারণ মানুষের বিশেষ করে মহিলাদের কথা চিন্তা করেই এই পদক্ষেপ নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন। উত্তরবঙ্গে মহিলাদের যাতায়াতের আর কোনো অসুবিধা হবে না। চালু হয়ে গেল লেডিস স্পেশাল বাস। এই প্রতিবেদনে সেই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে।

Advertisements

মহিলাদের যেন সোনায় সোহাগা কারণ উত্তরবঙ্গের চালু হয়ে গেল লেডিস স্পেশাল বাস (NBSTC Ladies Special Bus)। লেডিস স্পেশাল বাস এই প্রথম চালু হলো উত্তরবঙ্গে। মহিলাদের যাতায়াতের ক্ষেত্রে এটি একটি বড় পাওনা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের উদ্যোগে সোমবার থেকেই পথে নামছে এই বাস। বহুদিন ধরে জল্পনা চলছিল এই বাস পথে নামানোর জন্য এবং অবশেষে সেই দাবি পূরণ হল। সাধারণ মানুষও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে এই লেডিস স্পেশাল বাস চালু হবে। অবশেষে সেটা চালু হল।

Advertisements

আরো পড়ুন: শুধু মেট্রো নয়, এবার গঙ্গার তল দিয়ে ছুটবে গাড়িও! কবে মিলবে কেন্দ্রের এই উপহার

আপাতত কোন রুটে চলাচল করবে এই লেডিস স্পেশাল বাস? কোচবিহার-আলিপুরদুয়ার রুটে যাতায়াত করবে এই বিশেষ বাস। বাসটির একেবারে সামনেই লেখা আছে যে এটি একটি লেডিস স্পেশাল বাস (NBSTC Ladies Special Bus)। যার ফলে এই বাস চিনে নিতে কারোরই অসুবিধা হবে না। কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে সকাল ১০টায় এই বাস যাত্রা শুরু করে।

Advertisements

আরো পড়ুন: কঠিন হতে পারে গাড়ির মালিকানা ট্রান্সফার! নতুন নিয়মের কথা ভাবছে রাজ্য

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতীম রায় বলেছেন যে, এনবিএসটিসির লেডিস স্পেশাল বাস সোমবার থেকেই চালু হয়ে যাচ্ছে। এই বাসের কন্ডাক্টার কে হচ্ছে এই নিয়ে এখনো জল্পনা রয়েছে। তবে পরিবহন নিগমের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কন্ডাক্টরও থাকছেন মহিলা। এনবিএসটিসি (NBSTC Ladies Special Bus) নারী সুরক্ষার কথা চিন্তা করেই এই পদক্ষেপ নিয়েছে। কোচবিহার থেকে আলিপুরদুয়ার এর মধ্যে বহু মহিলা কর্মসূত্রে যাতায়াত করে। এদিক কর্মসূত্রে যারা যান তাঁদের পক্ষে এই বাস অত্যন্ত উপযোগী হবে।

এই বাসে যদি একবার যাওয়া যায় তাহলে নিশ্চিত। নিরাপত্তার দিক থেকেও কোন অসুবিধা হবে না। আবার অন্যদিকে অফিস থেকে ফেরার সময় সন্ধ্যাবেলায় এই লেডিস স্পেশাল বাসে আলিপুরদুয়ার থেকে কোচবিহার চলে আসা যাবে। সূত্র মারফত জানা গেছে যে, নির্বাচনী আচরণবিধি থাকার জন্য এই বাস চালু করা যাচ্ছিল না। উপনির্বাচন হয়ে যাওয়ার পর চালু হয়ে যাচ্ছে এই বাস।

Advertisements