আরও ফ্যাসাদে অনুব্রত-সুকন্যা! এমন ঘটনা ঘটল, জামিন চাওয়ার লোক নেই!

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : গরু পাচার কাণ্ডে গ্রেফতার হওয়ার পর বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) এখন জেলবন্দি অবস্থায় রাখা হয়েছে তিহারে। শুধু অনুব্রত মণ্ডল নন, এর পাশাপাশি তিহারে একই মামলায় জেলবন্দী রয়েছেন তার মেয়ে সুকন্যা মন্ডলও (Sukanya Mondal)। জেলবন্দী অবস্থায় বারবার তারা জামিনের জন্য আদালতে আবেদন করলেও সেই আবেদনে সাড়া দেননি বিচারকরা। উপরন্তু এখন এমন যে পরিস্থিতি তৈরি হল তাতে দুজনের জামিন চাওয়ার লোকটাই ভ্যানিশ হয়ে গেলেন!

আসলে যে কোন মামলায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের জামিন করানোর জন্য নিয়োগ করা হয় উকিল। উকিলরাই অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভুল প্রমাণ করে তাদের নির্দোষ হিসাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। আবার উকিলরাই অভিযুক্তদের জেলবন্দি দশা কাটিয়ে জামিনের সুযোগ করে দেন। কিন্তু তিহারে জেলবন্দী অবস্থায় এখন এমন ঘটনা ঘটলো যে অনুব্রত মণ্ডল এবং সুকন্যা মন্ডলের আইনজীবী আর মামলা লড়তে চান না বলে জানিয়েছেন।

অনুব্রত মণ্ডল এবং সুকন্যা মন্ডলের আইনজীবী অমিত কুমার এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ। সূত্র মারফত এটাও জানা যাচ্ছে, এমন ঘটনার মূলে বাবা ও মেয়ের মনোমালিন্য সামনে এসেছে। তাদের দুজনের মনোমালিন্য এখন তীব্র আকার নিয়েছে বলে জানা যাচ্ছে। আর এই মনোমালিন্যের কারণেই মামলা লড়তে চাচ্ছেন না আইনজীবী অমিত কুমার এবং সেই কথা ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল ও সুকন্যা মণ্ডলকে তিনি জানিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে।

বাবা ও মেয়ের মধ্যে কি কারণে মত বিরোধ? জানা যাচ্ছে এমন সমস্যা অনেক দিন ধরেই চলছে। গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়ার পর অনুব্রত মণ্ডলের আইনজীবী হিসাবে অনেকদিন ধরেই রয়েছেন মুদিত জৈন এবং সম্পৃক্তা ঘোষাল। অন্যদিকে সুকন্যা মন্ডলের আইনজীবী হিসাবে রয়েছেন অমিত কুমার। এই পরিস্থিতিতে অমিত কুমার যেভাবে মামলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাতে সুকন্যা মণ্ডল খুশি হলেও খুশি নন অনুব্রত মন্ডল।

আসলে অনুব্রত মণ্ডল চাইছিলেন যাতে দ্রুত তার মেয়ে সুকন্যা মন্ডলের জামিন হয়ে যায়। কিন্তু তা না হওয়ায় রীতিমতো ক্ষুব্ধ অনুব্রত মণ্ডল এবং জানা যাচ্ছে তিনি আইনজীবী অমিত কুমারের সঙ্গে দেখা করতেও চেয়েছিলেন। কিন্তু আইনজীবী অমিত কুমার কেষ্ট মন্ডলের সঙ্গে দেখা করতে চাননি। যেহেতু তিনি সুকন্যা মন্ডলের আইনজীবী তাই কেন অনুব্রত মন্ডলের সঙ্গে দেখা করবেন এমন আপত্তি তোলেন। এমন পরিস্থিতিতে আইনজীবী অমিত কুমার মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা যাচ্ছে। আর তাহলে এবার অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মন্ডলের জামিন চাইতে আলাদা আইনজীবী খুঁজতে হবে।