Tripura Vande Bharat Express: আরও সহজ হবে আগরতলা-গুয়াহাটি সফর! আসছে নতুন বন্দে ভারত

Prosun Kanti Das

Published on:

Advertisements

Connectivity of the entire country to Tripura is going to improve by the Vande Bharat Express: কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সদ্য প্রচলিত বন্দে ভারত এক্সপ্রেস (Tripura Vande Bharat Express) ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, উন্নত পরিকাঠামো ও সুব্যবস্থার জন্য। নতুন চালু হওয়া এই এক্সপ্রেস ট্রেনটি সারা ভারত জুড়ে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে বেশ কিছু লাইনে বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হয়েছে। সেই তালিকায় আরো একটি নতুন সংযোজন হতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের মতে ত্রিপুরা পেতে চলেছে নতুন একটি বন্দে ভারত। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গিয়েছে। চলতি বছরে জুন অথবা জুলাই মাসের মধ্যেই এই প্রকল্পের কাজ সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।

Advertisements

কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক জানান, ধর্মনগর থেকে চুড়াইবাড়ি পর্যন্ত একটি রেল পরিষেবা চালু করতে সময় লেগেছিল ৪৪ বছর। মোদি সরকার আসার পর আগরতলা অব্দি ব্রড গেজ লাইন (Tripura Vande Bharat Express) তৈরি করতে সময় লেগেছে মাত্র ২ ‘বছর। ত্রিপুরার লোকসভা নির্বাচনের। সভায় এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। নতুন এই রেল লাইনের উপর বৈদ্যুতিকরণের কাজ শুরু করে দিয়েছে উত্তর-পূর্ব রেল কর্তৃপক্ষ। নতুন এই রেল পরিষেবাটি চালু করা সম্ভব হলে ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত উন্নত হবে বলে আশা করা যায়।

Advertisements

চলতি বছরের জুন জুলাই মাসের মধ্যে চালু হতে চলেছে গুয়াহাটি থেকে আগরতলা অব্দি বন্দে ভারত এক্সপ্রেস (Tripura Vande Bharat Express)। এই নতুন রেলপথ চালু হলে গুয়াহাটি ও আগরতলার মধ্যে যাতায়াতের সময় প্রায় চার থেকে পাঁচ ঘন্টা কমে যেতে পারে বলে ধারণা করা হয়েছে। লোকসভা ভোটের প্রচারের উদ্দেশ্যে আয়োজিত এই সভায় কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক নতুন রেল পরিষেবা সহ আরো অনেকগুলি প্রকল্প চালু হওয়ার সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছেন নরেন্দ্র মোদিকে।

Advertisements

আরও পড়ুন ? 1st Vande Bharat Sleeper: মোটামুটি কনফার্ম! দেশের এই রুটে চলতে পারে প্রথম বন্দে ভারত স্লিপার

এই জনসভায় আগে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফলে রেল পরিষেবা কিভাবে পিছনের দিকে গেছে? আর বিজেপি সরকার গঠনের পর কিভাবে সেই পিছিয়ে যাওয়া পরিষেবা কে এগিয়ে নিয়ে এসেছে? তার সম্পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। ভারতের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত পূর্ব দিকের অঞ্চল গুলিকে রেল পরিষেবা চালু করেছে নরেন্দ্র মোদি সরকার বর্তমানে ত্রিপুরা থেকে আগরতলা অব্দি বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে এই দুটি এলাকার মধ্যে যাতায়াতের সময় অনেকটাই কমে যাবে এবং তারও কৃতিত্ব সম্পূর্ণরূপে নরেন্দ্র মোদিরই প্রাপ্য।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, কিছুদিন আগেই বন্দে ভারত এক্সপ্রেস (Tripura Vande Bharat Express) এর প্রশংসা করে ত্রিপুরা লাইনে নতুন বন্ডে ভারত এক্সপ্রেস চালু হওয়ার কথা। ঘোষণা করেছিলেন। বন্দে ভারত এক্সপ্রেস কে তিনি ভারতীয় রেল পরিষেবার বিশেষ সংযোজন বলে চিহ্নিত করেছেন এছাড়াও সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন দশটি বন্দে ভারত রেলের উদ্বোধন করেন পাশাপাশি ১ লাখ ৬ হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করেন।

Advertisements