বিদ্যুতের বিলে সাশ্রয়, গ্রাহকদের জন্য ছাড় ঘোষণা WBSEDCL-এর

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলির কাছে এখন বিদ্যুতের বিলের খরচ বহন করা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুতের বিলের খরচ বেড়ে যাওয়ার পর এখন গৃহস্থালিদের পকেট থেকে অনেক বেশি টাকা খসছে। তবে এই পরিস্থিতিতেই বিদ্যুতের বিলের উপর বাড়তি ছাড় পাওয়া যেতে পারে। এমনই জানানো হয়েছে WBSEDCL-এর তরফ থেকে।

Advertisements

বিদ্যুতের বিলের উপর এই ছাড় পেতে হলে অবশ্য গ্রাহকদের নির্দিষ্ট পদ্ধতি মেনে চলতে হবে। সেই পদ্ধতি মেনে চললে বিলের উপর ১ শতাংশ ছাড় পাওয়া যাবে। WBSEDCL-এর তরফ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, এই ছাড় পাওয়া যাবে গ্রাহকরা যদি বাংলা সহায়তা কেন্দ্র থেকে ই-পেমেন্টের মাধ্যমে তাদের ইলেকট্রিক বিল জমা দেন।

Advertisements

মনে করা হচ্ছে রাজ্যজুড়ে যে সকল বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে সেই সকল বাংলা সহায়তা কেন্দ্রগুলির জনপ্রিয়তা বাড়ানোর জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এমনিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক প্রশাসনিক বৈঠকে এই সকল বাংলা সহায়তা কেন্দ্র মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে জোর দেওয়ার নির্দেশ দিতে দেখা যায় প্রশাসনিক কর্তাদের।

Advertisements

বিদ্যুতের বিলের উপর ১ শতাংশ ছাড় পাওয়া গেলে স্বাভাবিকভাবেই বিদ্যুতের খরচ কিছুটা হলেও কমবে। এক্ষেত্রে যার মাসে বিদ্যুতের খরচ ৯০০ টাকা হয়ে থাকে তিনি এই বাংলা সহায়তা কেন্দ্র থেকে ই-পেমেন্টের মাধ্যমে তার বিল জমা দিলে বিলের উপর ৯ টাকা ছাড় পাবেন। সেক্ষেত্রে তার খরচ দাঁড়াবে ৮৯১ টাকা।

বিদ্যুতের বিল জমা দেওয়ার ক্ষেত্রে এমনিতেও যে সকল গ্রাহকরা WBSEDCL-এর ওয়েবসাইট থেকে অনলাইনে তাদের বিলের টাকা জমা করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে বিলের টাকা মেটান তারাও এই ধরনের ছাড় পেয়ে থাকেন। এই সুবিধাকেই বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে আরও ত্বরান্বিত করা হচ্ছে।

Advertisements