Rainfall alert South Bengal: আজও মুক্তি নেই! বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের ৯ জেলায়, জানুন কবে হবে হাওয়া বদল

নিজস্ব প্রতিবেদন : উত্তর বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় এবং ঝাড়খণ্ডের উপর ঘূর্ণাবর্তের অবস্থানের কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির (Rainfall alert South Bengal) প্রবণতা তৈরি হয়েছে। গত দুদিন ধরেই শুরু হয়েছে বৃষ্টি, আর সেই বৃষ্টি থেকে শুক্রবারও মুক্তি পাবেন না দক্ষিণবঙ্গের বাসিন্দারা। বরং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির পাশাপাশি ৯ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, ডিসেম্বর মাস থেকে গোটা জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসের শুরুতেও বৃষ্টির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে মূলত বঙ্গোপসাগরে লাগাতার একটি অ্যান্টি সাইক্লোন অবস্থান করার কারণে। কখনো এই অ্যান্টি সাইক্লোন উত্তর, কখনো আবার দক্ষিণ দিকে স্থানান্তরিত হলেও তার অবস্থান কিন্তু রয়েছেই। এরই ফলে দক্ষিণবঙ্গে জলীয়বাষ্প প্রবেশ করলেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে।

অন্যদিকে এমন বৃষ্টির পরিস্থিতি তৈরি হওয়ার ফলে দক্ষিণ থেকে শুরু করে দক্ষিণের পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা আপাতত এখন নামবে না বলেও জানানো হয়েছে। আবার এর থেকেও খুব বেশি সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পাবে তাও নয়। আপাতত পরিস্থিতি একই রকম থাকবে বলে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। তবে মেঘ কেটে যাওয়ার পরও তাপমাত্রার পারদ নামবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

আরও পড়ুন 👉 Clear Sky Update: স্যাঁতসেঁতে ঠাণ্ডা, বৃষ্টি! এসব থেকে কবে মিলবে মুক্তি, যা জানাল হাওয়া অফিস

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হওয়ার পাশাপাশি শুক্রবার যে ৯ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলি হল, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ। এই সকল জেলার বেশ কিছু অংশে শুক্রবার সকাল থেকে ঘন কুয়াশা দেখা যায়। তবে হাওয়া অফিসের পূর্বাভাস, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটবে।

অন্যদিকে উত্তরবঙ্গের কালিম্পং জেলায় শুক্রবার শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। এমন আবহাওয়া থেকে শনিবার কিছুটা হলেও মুক্তি মিলতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে শনিবারও বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আপাতত রবিবারের থেকেই আকাশ পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে।