দারুণ খবর, ৭ কোটি টাকা ব্যয়ে কোচবিহারের এই জায়গায় চালু হলো সুইমিংপুল

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সুইমিংপুলে (Swimming pool) স্নান করা অথবা সাঁতার শেখা এখন ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। যে কারণে প্রায় প্রতিটি শহরের বাসিন্দাদেরই চাহিদা থাকে নিজেদের শহরে অন্ততপক্ষে একটি করে যেন সুইমিং পুল থাকে। রাজ্যের বাসিন্দাদের চাহিদা মত এখনো সব জায়গায় এমন সুইমিংপুল চালু হয়নি। তবে চাহিদা মত এবার একটি সুইমিং পুল চালু হল কোচবিহারে (Cooch Behar)।

Advertisements

কোচবিহারে যে সুইমিং পুলটি চালু হয়েছে তার চাহিদা দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষদের মধ্যে ছিল। অবশেষে সেই চাহিদা অনুযায়ী সুইমিংপুল চালু হওয়ার ফলে খুশি এলাকার বাসিন্দারা। কোচবিহারের এই সুইমিংপুল তৈরি করতে খরচ হয়েছে সাত কোটি টাকা। দীর্ঘদিন ধরে এই সুইমিংপুল চালু হবে হবে করা হলেও তা হচ্ছিল না, আর শেষমেষ সোমবার আনুষ্ঠানিকভাবে এই সুইমিংপুলের সূচনা করা হয়।

Advertisements

উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফ থেকে এমন সুইমিং পুল তৈরি করা হয়েছে কোচবিহার রাজবাড়ি স্টেডিয়াম প্রাঙ্গণে। সুইমিংপুলটির উদ্বোধন হওয়ার পর এর দায়িত্ব তুলে দেওয়া হয় জেলা প্রশাসনের হাতে। সুইমিং পুলটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান, উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার সহ অন্যান্যরা।

Advertisements

কোচবিহার রাজবাড়ি স্টেডিয়াম প্রাঙ্গণে যে জায়গায় সুইমিং পুলটি তৈরি করা হয়েছে সেখানে আগে গ্যালারি তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেই গ্যালারি তৈরি হয়নি। গ্যালারির পরিবর্তে এখানে তৈরি হলো সুইমিং পুল। কোচবিহারের বাসিন্দারা নতুন এই সুইমিংপুল পেয়ে খুশি।

কোচবিহার রাজবাড়ী স্টেডিয়াম প্রাঙ্গণে নতুন যে সুইমিংপুলটির উদ্বোধন করা হয়েছে নির্দিষ্ট সময়ের জন্য প্রশাসনের তরফ থেকে খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে সকাল ৬টা থেকে রাত্রি ৮ঃ৪০ পর্যন্ত এই সুইমিং পুল খোলা থাকবে। এছাড়াও মহিলাদের জন্য আলাদা করে কিছু সময় নির্ধারণ করা হয়েছে।

Advertisements