নিজস্ব প্রতিবেদন : পেট্রোল-ডিজেল থেকে অন্যান্য জ্বালানির দাম প্রতিনিয়ত বেড়ে চলেছে। আর এই সকল জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও প্রতিনিয়ত বাড়তে দেখা যাচ্ছে। এমত অবস্থায় সাধারণ নাগরিকদের প্রশ্ন রান্নার গ্যাসের দাম কত পড়বে নতুন মাসে?
রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির তরফ থেকে প্রতি মাসের শুরুতে রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম নির্ধারণ করা হয়ে থাকে। যে কারণে প্রত্যেক মাসেই লক্ষ্য করা যায় দাম ওঠানামা করে। তবে ফেব্রুয়ারি মাসের শুরুতে এটাই সুখবর যে এখনো পর্যন্ত রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির তরফ থেকে গৃহস্থালীতে ব্যবহৃত ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি দামে কোন পরিবর্তন করা হয়নি। শেষ দাম বাড়ানো হয়েছিল গত বছর ডিসেম্বর মাসের ১৫ তারিখ। চলুন দেখে নেওয়া যাক আপনার রাজ্য এবং জেলায় আপনাকে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য কত খরচ করতে হবে ফেব্রুয়ারি মাসে।
ফেব্রুয়ারি মাসের ১ তারিখে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকে দিল্লিতে সিলিন্ডার প্রতি দাম পড়বে ৬৯৪ টাকা। মুম্বইয়ে পড়বে ৬৯৪ টাকা। চেন্নাইয়ে ৭১০ টাকা এবং কলকাতায় ৭২০.৫০ টাকা।
পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম
তবে লক্ষণীয় বিষয় হল গত বছর ডিসেম্বর মাসের ২ তারিখ এবং ১৫ তারিখ পরপর দুবার ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছিল। সেই জায়গায় ফেব্রুয়ারি মাসের ১ তারিখ দাম অপরিবর্তিত রাখা হলেও আগামীদিনে ফেব্রুয়ারি মাসে একই দাম থাকবে কিনা তার কোন নিশ্চয়তা নেই।