নিজস্ব প্রতিবেদন : প্রতি মাসের মতো নভেম্বর মাসেও দেশের প্রত্যেকটি রাজ্যে ঘরোয়া এবং ব্যবসায়িক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কত হবে তা ইতিমধ্যেই প্রকাশ করেছে কেন্দ্রীয় সংস্থা IOC। তবে তাদের এই নির্ধারিত দামের তুলনায় রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং-এর ক্ষেত্রে আরও ৫০ টাকা ছাড় পাওয়ার বড় সুযোগ রয়েছে। এই সুযোগ রয়েছে অ্যামাজন পে-এর (amazon pay) মাধ্যমে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং-এর ক্ষেত্রে।
অ্যামাজন পে-এর মাধ্যমে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং-এর ক্ষেত্রে ৫০ টাকার ছাড় দেওয়া শুরু হয় আগস্ট মাস থেকে। এই অফার যখন আনা হয় তখন জানানো হয়েছিল অফারটি ৩১ শে আগস্ট পর্যন্ত চলবে। যদিও পরে অফারের মেয়াদ আরও দীর্ঘায়িত করা হয়। আর এই অফার নভেম্বর মাসেও চলবে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। তবে এই ছাড় পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে, যেগুলি পূরণ করতে হবে গ্রাহকদের।
Indian Oil Corporation এর তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, “নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে যদি গ্রাহকরা রান্নার গ্যাস সিলিন্ডার বুক করে থাকেন তাহলে তারা তাদের বুকিং-এর ক্ষেত্রে ৫০ টাকা ছাড় পাবেন।” তবে এই অফার কতদিন চলবে তার সম্পর্কে কোন সংস্থাই কোনরকম অন্তিম দিন ঘোষণা করেনি। সুতরাং শর্ত মেনে বুকিং করলেই মিলবে ৫০ টাকা ছাড়।
পদ্ধতি এবং শর্ত
১) রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করার সময় বুকিং করতে হবে অ্যামাজন পে অ্যাপ থেকে।
২) অ্যামাজন পে অ্যাপে সিলিন্ডার বুকিং অপশনে গিয়ে গ্যাস সংস্থার সাথে সংযুক্ত থাকা মোবাইল নম্বর অথবা কনজিউমার আইডি দিতে হবে।
৩) বুকিং করার সাথে সাথে অ্যামাজন পে UPI এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। এক্ষেত্রে অন্য কোন পেমেন্ট অপশন বেছে নিলে ৫০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে না।
You can now book and pay for your #Indane refill through amazon pay and get flat Rs.50 cashback on your first transaction. #LPG #InstantBooking pic.twitter.com/hJm96fYz2L
— Indian Oil Corp Ltd (@IndianOilcl) October 29, 2020
৪) একজন গ্রাহক একবারই এই ছাড়ের সুযোগ পাবেন। আর ওই গ্রাহককে এই সুযোগ দেওয়া হবে অ্যামাজন পে অ্যাপের মাধ্যমে তার প্রথম বুকিং-এর ক্ষেত্রে।