Coolie Charges Hike after almost 5 years in new decision taken by Indian Railways: ভারতীয় পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে রেলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। বহু সাধারণ মানুষ প্রতিদিন যাতায়াতের জন্য রেলপথকে ব্যবহার করে। তাই রেলের ভাড়া তুলনামূলক অন্যান্য পরিবহন ব্যবস্থার চেয়ে একটু কমই রাখা হয়। আপনিও যদি রেলের প্রতিদিনের যাত্রী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য একটি বড় খবর রয়েছে এই প্রতিবেদনে। প্রায় ৫ বছর পর রেল ককর্তৃপক্ষ কুলিদের বেতন বৃদ্ধির (Coolie Charges Hike) সিদ্ধান্ত নিয়েছে।
দূর দূরান্তে যাওয়ার জন্য এখনো পর্যন্ত বহু মানুষ ভারতীয় রেল পরিষেবার উপর ভরসা রাখেন। কারণ, রেলপথে যাতায়াত করা একদিকে যেমন সহজতরো অন্যদিকে খরচও অনেক কম। কুলিদের বেতন বৃদ্ধির (Coolie Charges Hike) এই সিদ্ধান্ত ভ্রমণ পিপাসু মানুষদের খরচা আরো বেশ কিছুটা বাড়িয়ে দেবে বলেই মনে করা হচ্ছে।
রেল কর্তৃপক্ষ সাধারণ কর্মচারীদের মতো কুলিদেরও সুবিধা দেওয়ার চেষ্টা করছে। আর তাই জন্যে প্রায় ৫ বছর পর তাদের বেতন বৃদ্ধির (Coolie Charges Hike) সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। প্রতিনিয়ত বেড়ে চলা মুদ্রাস্ফীতি ও ভারতীয় শ্রমিকদের বর্তমান আর্থিক অবস্থার উন্নতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষের নির্দেশে দেশের মোট ৬৮ টি বিভাগে এই বেতন চালু করা হবে বলে জানা গেছে।
আরও পড়ুন ? Sikkim Railway Project: আরও এক সফলতা সিকিম রেলওয়ে প্রোজেক্টে, ট্রেনের পথ চলা এখন সময়ের অপেক্ষা
চলুন জেনে নেওয়া যাক, বেতন বৃদ্ধির পর কুলিদের বর্ধিত বেতনের পরিমাণ কত দাঁড়ালো! ৪০ কেজি ওজনের চেয়ে বেশি মাল বহন করার জন্য আগে কুলিদের দেওয়া হতো ২৫০ টাকা এখন তা বেড়ে গিয়ে হয়েছে ৩৪০ টাকা। কোন অসুস্থ ব্যক্তিকে স্ট্রেচারে করে বহন করতে হলে আগে দেওয়া হতো ২০০ টাকা এখন তা বেড়ে হয়েছে ২৭০ টাকা। কোন ব্যক্তিকে হুইলচেয়ারে করে ঘোরানোর জন্য আগে দেওয়া হতো ১৩০ টাকা এখন তা বেরে হয়েছে ১৮০ টাকা। তবে কুলিদের এই বর্ধিত মায়না (Coolie Charges Hike) সমস্ত রেল স্টেশনে প্রযোজ্য নয়। এই নতুন নিয়মটি শুধুমাত্র দেশের এ অথবা এ ওয়ান ক্যাটাগরির প্রধান স্টেশন গুলিতেই কার্যকর হবে।
প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় কুলিদেরকে বেশ কিছু সুবিধা প্রদান করা হয়। যেমন বার্ষিক পাস ও প্রিভিলেজ টিকিট অর্ডারের ক্ষেত্রে কুলি ও তার পরিবার সুযোগ সুবিধা ভোগ করে থাকেনা। এছাড়াও রেল কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত স্কুলগুলিতে বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ পায় কুলিদের সন্তানেরা। এছাড়াও রেলে কর্মরত বাকি কর্মীদের মতন আরো বেশ কিছু সুবিধা পেয়ে থাকেন কুলিরাও।